এ.কে. আজাদ নাকি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কিনে নিয়েছে.... বাজারে এই গুজব। ব্লগারদের মাঝে যাদের মিডিয়াতে আনাগোনা, আই মিন যারা দুঁদে সাংবাদিক আছেন তারা খোঁজ নিয়ে বলতে পারবেন, কথাটা কতদূর সত্য।
তবে কথাটা ঠিক হলে বিষয়টা, খুবই দুঃখজনক। বেক্সিমকো গ্রুপকে আরো একবার মিডিয়াতে অসফল হওয়ার দায়টা নিতে হলো। মুক্তকন্ঠ এপিসোডের পর এই ঘটনা।
তাছাড়া ইনভেস্টমেন্টও তো অনেক... নিজস্ব সুরম্য অট্টালিকা, যাকে বলে, স্টেট অব দা আর্ট প্রযুক্তি সেই সাথে এতোদিনের পরিচালনা খরচ..অনেক টাকার ব্যাপার। আমার ছাপোষা মস্তিষ্ক এই অংকের কথা কল্পনাও করতে পারে না।
যাহোক, বার্তা ২৪.নেট-এ কয়েকদিন আগে দেখলাম এ মাসেই অন-এয়ারে আসবে চ্যানেলটি। (Click This Link) আমার এলাকার ক্যাবল অপারেটর চ্যনেলটা দেয় না। বাট, লোকমুখে শুনেছি এখন তারা স্ক্রীনে কাউন্টডাউন দিচ্ছে।
শুভেচ্ছা রইল।
গত এক-দেড় বছরে ঘষা-মাজা করে আগের নেতৃত্ব যা পারেনি, নতুন নেতৃত শক্ত হাতে হাল ধরে তরীটা শেষ পর্যন্ত ভাসিয়ে দিচ্ছে।
সবই ঠিক ছিল, কিন্তু এখন তড়িঘড়ি করে বেক্সিমকোর সম্প্রচারের আসা আর একে আজাদের কিনে নেয়ার আপাততঃ গূজব শুনে মনে হচ্ছে অন এয়ারে আসার মূল উদ্দেশ্য ছিল ভালো দর পাওয়া। কে আর কাঁহাতক অফ-এয়ার মাল কিনতে চাবে??
যাইহোক, কোন ব্লগার ভাই যদি যাচাই করে সত্যতাটা জানান, তাহলে কৌতূহলটা মিটে।
উদ্দেশ্য, ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।