হল চালশে, মানে চল্লিশা
আর বছর গুণলে চার দশক
মোরে রাহোরখেকে আনল কেড়ে
ভ্যাম্পায়ার আর জাত মশক।
স্বাধীন হলাম নাকো
শুধু অধীন বদল হল
অধিকারির দলে কিছু
আলবদর আর রাজাকারও রল।
দেশখানা ঠিক স্বাধীন হল
আমজনতা গোলাম রলে
শিক্ষকেরা টুকাই হল-
কম দামী কোট বলে।
কিভাবে কে পেয়েছে কোট
সেটাই বোঝা দাই।
আজও দিব্য চোখে চালশে রল, তাই-
এই সত্য বুঝিতে না পাই।
এক দিন এক কথার মালায়
এই কথাটাই বলি,
সারা উদাম করিনি ঠিক
১৪ আনা খুলি।
পারিবারিক তন্ত্র আছে অনেক-
তাহার মাঝে দুই খানিই শেরা।
বেেলছিনু তাইত আমি এই দুটুকে নিয়ে
অন্যসকল ছিল হাতের বারা।
যদি, বলছ কথা- তার বিমতা
হবে' আইন না মানার জাত।
তুমি হবে কাম কুশিলব কর্ম হবে ক্যু
রাজনিতিতে উঠবে তোমার ভাত।
একেবারে চামরা খুলে
গঙ্গাঘাটে ধুঁপে ধুলেম
তার পরেও প্রতিক কেহ কলে?
ভাবি, এমন কাব্য লিখে যেজন
এমন পাঠক শুদ্ধ সেজন-
অকাট মূখ্যো আমাদেরকেই বলে।
তাই আজিকেও মুখ্যো রলেম-
এমন দম্ভ উক্তি কলেম !
দুই তপস্বী মহা-রাণীর উপর !
অনেকেই তাই হতভব্য
করেনি কোন মন্তব্য
সঙ্গুপনেই রঙ্গ করে সকল পদ্যকর। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।