আমাদের কথা খুঁজে নিন

   

জীবনপথে চলার কিছু টিপস : প্রয়োজন মত কাজে লাগতেও পারে

মানুষ মরেনা কখনো ১। মানুষকে দেয়ার সময় যতটুকু সে আশা করে তার চেয়ে বেশি দিন, এবং এটি করুন হাসিমুখে ও প্রশান্তির অভিব্যক্তি নিয়ে। ২। এমন মানুষ(মানব/মানবী)কে বিয়ে করা উচিত যার সাথে কথা বলার জন্য মন আনচান করে। যতই দিন যেতে থাকবে এবং নিজে বুড়িয়ে যেতে থাকবেন সঙ্গী/সঙ্গিনীর কথা বলার দক্ষতাই প্রেরনা যোগাতে বেশি সহায়ক হবে অন্যান্য বিষয়ের তুলনায়।

৩। যা শুনেন তা-ই বিশ্বাস করা উচিত নয়, যা এখন হাতে আছে তা খরচ করতে কোনরকম কার্পন্য করবেন না আর যতবেশিই হোক ইচ্ছামত ঘুমিয়ে নিন। ৪। যখন কাউকে বলেন "ভালোবাসি", এটা বাস্তবিকভাবে নিজে অনুধাবন করেই বলুন। ৫।

যখন কাউকে বলেন "দু:খিত", তার চোখের দিকে তাকিয়ে বলুন। ৬। মানুষকে তার রিলেটিভদের কথার উপর বিচার করবেন না। ৭। কথা বলুন ধীরে, কিন্তু চিন্তা করুন দ্রুততার সাথে।

৮। যদি এমন কোন প্রশ্নের সম্মুক্ষিন হন যার উত্তর আপনি দিতে চাচ্ছেন না, তখন মুচকি হেসে প্রশ্নকর্তাকে জিজ্ঞেস করুন "কেন এটা জানতে চাচ্ছো?" ৯। ফোন রিসিভ করার সময় হাসুন, ওপাস থেকে শ্রোতা আপনার কন্ঠে তা পেয়ে যাবে। ১০। দিনের কিছু সময় নির্জনে কাটানোর চেষ্টা করুন....... সূত্র : ইন্টারনেট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।