সাধারণেই আমি অসাধারণ সোশ্যাল নেটওয়ার্কিং!!!
ছোটবেলায় 'সংবাদপত্র' রচনা লেখার সময় একটা বাক্য প্রায়ই লিখতাম “প্রতিদিন সকাল বেলায় এক কাপ চায়ের সাথে সেদিনের সংবাদপত্রটা হাতে না পেলে দিনটাই মাটি হয়ে যায়...(বকর বকর)”। আর আজ অবস্থা এমন দাঁড়িয়েছে, “প্রতিদিন ঘুম থেকে উঠে হাত মুখ না ধুয়েই ফেসবুক এর নোটিফিকেশনগুলা চেক না করলে কেমন জানি লাগে”। কথাটা খুবি সত্য। ফেসবুক কি এক মোহের জালে বেঁধে ফেলেছে আমাদের। প্রতিদিন বন্ধুদের আপডেট, আড্ডাবাজি ইত্যাদিতে কে না আকৃষ্ট হয়।
এ কথা সত্য যে আমরা এর পিছনে অনেক সময় নষ্ট করছি। মাঝে মাঝে প্রয়োজনে মাঝে মাঝে অকারণে। নিজের উদাহরণ দিতে পারি, কখনো যদি পিসিতে বসি কোড করার জন্য, ২লাইন লিখে মনে মনে বলি দেখিতো কে আছে ফেসবুকে। অনলাইন এ যাই আর এক এর পর এক KNOCK.... .....!!! কোড ওই দুই লাইনেই পড়ে থাকে। যাই হোক, সোশ্যাল নেটওয়ার্কিং এর প্রয়োজন অবশ্যই আছে।
কিন্তু....... .......!!!
এবার মূল কথায় আসি। হ্যাঁ, আমার মত অনেকে ফেসবুক Addicted । এ থেকে রক্ষার উপায় আমার জানা নেই, আপনার জানা থাকলে share করুন। কিন্তু অনেক সময় দেখা যায় ফেসবুকের comment/status/chat এর কারণে খুব close relation এও ঝগড়া হয়, break up হয় । তাই আমাদের উচিত যখন কোন comment/status/chat করবো একটু চিন্তা করে যাতে করি ।
কারণঃ
আপনি যখন বাইরে physically আড্ডা মারেন, বন্ধু circle এ অনেক ফান মজা হয়। এসব ফান এর কিছু আছে যা শুনতে অনেক কটু কিন্তু আপনার বন্ধুর বলার ভঙ্গীতেই আপনি বুঝে যান যে সে দুষ্টামি করছে। যেমন, আপনার বন্ধু আহ্লাদী ভাসায় বলল "আমি আজকে সবার চেয়ে class এ বেশি নাম্বার পাইসি । " আপনার বন্ধুর আহ্লাদী ভাব দেখলেই আপনি বুঝবেন যে সে সরল মনে কথা গুলো বলেছে।
এবার চিন্তা করেন, আপনার বন্ধু এইটা ফেসবুকে একই আহ্লাদী মানসিকতা নিয়ে ফেসবুক চ্যাট এ আপনাকে বলছে, আপনি ভাববেন "হালায় ভাব লয়"।
আপনারে দোষ দেয়া যায় না। আপনিতো আর বুঝেন নাই যে সে সরল মনে বলছে।
আমি যেই উদাহরণ দিলাম এইটা অনেক simple, এর চেয়ে অনেক ভয়ানক ঘটনা ঘটে, আপনি নিজেই হয়তো এর শিকার হয়েছিলেন।
তাই ফেসবুকে সাবধানে comment/status/chat করবেন। নইলে অনেক গভীর সম্পর্ক খুব সহজে ভেঙ্গে যাবে।
ফেসবুক শুধু আপনার লেখাটা পাবলিশ করে, আপনার expression না।
Happy Facebooking. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।