ভদ্রলোক একজন আমলদার আলেম। গণ-জাগরণ মঞ্চের ওপর তিনি ভয়ানক নাখোশ। আমি তাকে যুক্তি দিয়ে বোঝালাম তিনি কিছুতেই বুঝতে চান না। শেষ মেষ জিজ্ঞেস করলাম, আচ্ছা কোন যুক্তিতে আপনারা শাহবাগ আন্দোলন কে নাস্তিকদের আন্দোলন বলছেন ? গণ-জাগরণের সাথে জড়িত সবাইতো নাস্তিক বা ধর্মের প্রতি অশ্রদ্ধাশীল নয়। তিনি আমাকে বললেন, নিহত রাজীব যদি শাহবাগ আন্দোলনের অরগানাইজার হয় এবং ঐ রাজীব হল শাহবাগ মঞ্চের অনুপ্রেরণা তাহলে এটা অবশ্যই নাস্তিক্যবাদী জাগরণ। রাজীব কে যারা ২য় মুক্তিযুদ্ধের শহীদ বলে গর্ব করেছে তারাই আজ বাধ্য হয়ে তদন্ত কমিটি করেছে। তাহলে কেন তথ্যমন্ত্রী বললেন রাজীব ধর্মবিরোধী কিছু লিখেনি, তিনি কি জেনে বলেছেন ? মাহমুদুর রহমান তো তাকে চ্যালেঞ্জ দিয়েছে কই তথ্যমন্ত্রী তো সে চ্যালেঞ্জ নেন নি। যদি সে, অমি রহমান পিয়াল, আসিফ মহিউদ্দিন সহ অন্যান্যরা কিছু না-ই লিখে তাহলে সরকার তা প্রমাণ করে দিচ্ছেনা কেন ? আমি যুক্তির খাতিরে ভদ্রলোক কে বললাম, আপনার কথা মত ধরেই নিলাম যে, পিয়াল, রাজীব বা আসিফ মহিউদ্দিন সহ কেউ কেউ ধর্মের বিরুদ্ধে লিখেছে, তাই বলে পুরো মঞ্চ কি করে ধর্মদ্রোহী হয়। তিনি পান খাওয়া মুখে হাসতে হাসতে বললেন, যে যুক্তিতে দৈনিক আমার দেশ, ইসলামী ব্যাংক, দিগন্ত টিভি, বংগবীর কাদের সিদ্দিকী রা রাজাকার হয় সে-ই যুক্তিতে-ই গণ-জাগরণ মঞ্চ নাস্তিকদের মঞ্চ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।