আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে অভিভাবক কে বুঝাবেন আপনি কুরবানীর উপযুক্ত আইমীন বিবাহের উপযুক্ত হয়েছেন

মিথ্যার চেয়ে সত্য বলা কঠিন। এই কঠিন কাজটিই করে যাচ্ছি এবং যাবো সামুতে ইয়াং ব্লগারদের বিবাহের জন্য আহাজারী দেখে জনদরদী আমি আর চুপ থাকতে পারলাম না। উনাদের অভিভাবককে তাদের অসহায়ত্ত্বের কথা কিভাবে বুঝাবেন এ নিয়ে অনেকের আফসুসের অন্ত নাই। যাই হোক আমি থাকতে চিন্তা কিসের?? তবে ভাই ফর্মুলাগুলো ফ্লপ খাইলে বা এগুলা প্রয়োগ করতে যেয়ে আপনি দাবড়ানী খাইলে আমার কিন্তু কোন দায়ভার নাই ১. সবচেয়ে পুরনো পদ্ধতি - শোবার খাটটি অনেক বড় এটিকে ছোট করা দরকার এ টাইপের কথাবার্তা শুরু করে দেন। আমার এক ফ্রেন্ড কুড়াল নিয়ে খাট কুপানোর কথা বলাতে আন্টি বেচারাকে রড আয়রনের খাট কিনে দিয়েছে এ পদ্ধতি অনেক পুরনো হলেও আপনার মা ঠিকই বুঝতে পারবে পোলা উনার বড় হইছে।

২. ডাক্তারের পরামর্শ পদ্ধতি - এ পদ্ধতিতে একটু ঘুষের প্রয়োজন হইতে পারে। বিস্তারিত পড়ুন - Click This Link (চামে চামে আমার ঐ পোস্টে হিট বাড়াইয়া নিলাম ৩. মার রান্নার প্রশংসা বাদ দিয়ে মুখ বাকানো শুরু করেন। পরামর্শ দেন মা তুমি বৃদ্ধ হয়ে গেছ..এখন আর তোমার রান্না-বান্নার কি দরকার?? নতুন কাউকে এ দ্বায়িত্ব দাও। তবে মা যদি আপনার দুরবিসন্ধি বুঝতে পেরে রান্নার জন্য কাজের লোক ঠিক করেন তাহলে আমার কিছু করার নেই। ৪. বন্ধু-বান্ধবদের বাসায় বেশী বেশী দাওয়াত দেন।

তাদেরকে দিয়ে অভিভাবককে ইংঙ্গিত দেন- যেমন আন্টি ওতো অনেক বড় হয়েছে, ওর জন্য মেয়ে দেখা শুরু করেছেনতো?? তবে বান্ধবীদেরকে দিয়ে এ কাজ করাতে যাবেন না। হীতে বিপরীত হতে পারে। ৫. নিজের রুমকে পৌরসভার ডাস্টবিন বানিয়ে ফেলুন। পরিস্কার করতে করতে ক্লান্ত মা-জননী সিউর আপনার জন্য বউ খোজা শুরু করবে। ৬. আশে পাশের আন্টি-আপুদের কিউট বাচ্ছাগুলোর প্রশংসা করতে করতে মা-বোনদের কান ঝালা-ফালা করে ফেলুন।

৭. কতদিন কারো বিবাহের দাওয়াত খাননা এ টাইপের হায় হতাশ করুন। ৮. ২ সপ্তাহ দাড়ি-গোফ রেখে রমজান ডাকু স্টাইল নিন। আরো কিছু পরামর্শ ছিল কিন্তু অবিবাহিত পুলাপাইনগুলা আমার বিবাহ সম্পর্কিত লাস্ট পোষ্টের পেমেন্ট এখনো দেয় নাই ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.