আমাদের কথা খুঁজে নিন

   

মাধ্যমিকে শিক্ষক হচ্ছে ১৯৩৭ ; ফলাফলের লিঙ্ক থাকলে এখানে শেয়ার করেন প্লিজ

মৃত্যুর সু-শীতল ছায়াতলেই আমরা এগিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। । । আমি খুবই সাধারন একজন। ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন ১ হাজার ৯৩৭ জন।

এ নিয়োগ পরীক্ষার ফল শুক্রবার প্রকাশ হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১ হাজার ৯৩৭ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে এদের পদায়ন করা হবে। বৃহস্পতিবার রাতে পরীক্ষার নিয়োগ কমিটি মহাপরিচালকের কাছে ফল হস্তান্তর করে। ফলাফল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের প্রক্রিয়া চলছে বলে নোমান জানান।

গত ৭ জানুয়ারি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৯৬৮টি পদের বিপরীতে এ পরীক্ষায় ১ লাখ ৩২ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত বছরের ৯ জুলাই পরীক্ষা হওয়ার কথা থাকলেও রংপুরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা স্থগিত করা হয়। মূল লিখা এখানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।