হিলারীর উদ্দেশ্য কী? হিলারী গত বুধবার চেন্নাইয়ে ভারতকে এশিয়ার নেতা হবার আহবান জানান। ভারতের আগ্রাসী মনোভাবকে আর ও একধাপ এগিয়ে তাতে কামনার জল ঢেলে দিলেন হিলারী রডহ্যাম ক্লিনটন। ভারতের পাশে পুঁচকে বাংলাদেশ, দাদাগিরি ফলিয়ে যাচ্ছে ভারত যাচ্ছে-তাই ভাবে। এদেশে এখন শুরু হয়েছে দাদাদের তেলানো নীতি। ইন্দিরা গান্ধীকে রাষ্ট্রীয় সম্মাননা। দাদাদেরকে ট্রানজিট প্রদান। যিনি অবশ্য বাংলাদেশের মূখ্যমন্ত্রী সম্বোধন করার পরও চুপটি করে মুখে কুলুপ এঁটে তাকে দিয়ে অনেক অসম্মান জনক চুক্তিই সম্ভব। বাংলাদেশকে গ্রাস করার জন্য মুখিয়ে থাকা ভারতের লকলক করে বেড়ে ওঠা কামনার গাছে সার প্রয়োগ করে হিলারী কী এশিয়ার অন্য দেশ গুলোকে যন্ত্রণার পরাকাষ্ঠে ফেলে দিলেন না? পারভেজ রানা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।