আমাদের কথা খুঁজে নিন

   

দেশের সার্বিক উন্নতির জন্য সমাজের প্রতিটি সচেতন মানুষকে একসঙ্গে ধর্ম বর্ণ রাজনীতির উর্ধে এসে একসঙ্গে কাজ করতে হবে ।

বেসরকারি সামাজিক সংগঠন গোল্ডেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক। বাংলাদেশকে আমরা পেয়েছি বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের মধ্য থেকে বাংলাদেশের ইতিহাসের প্রতিটি ধাপে রয়েছে তরুণদের গৌরবোজ্জ্বল ভূমিকা। বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ’৫২-র ভাষা আন্দোলন, ’৬২-র শিক্ষা আন্দোলন, ’৬৯-এর গণ-অভ্যুত্থান, ’৭১ এর মুক্তিযুদ্ধ এবং ’৯০ এর গণ-অভ্যুত্থানসহ এপর্যন্ত পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সবার অংশ গ্রহনের মধ্যে থেকে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। যাঁরাই আন্দোলনে অংশগ্রহন করেছিলেন তঁরাই তাদের নিজের জীবন বাজি রেখে নিজস্বভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সংগ্রাম করেছিলেন। আর্থিক অথবা পদ মর্যাদার লালসার বশবর্তী হয়ে সংগ্রামে অংশগ্রহন করেননি।

তাঁদের সংগ্রাম ও ত্যাগের ফসল আমরা বর্তমান প্রজন্ম ভোগ করছি। আমরা স্বাধীন হয়েছি এবং সেই স্বাধীনতার ফল ভোগ করছি। কিন্তু আজ পর্যন্ত আমরা অর্থনৈতিক মুক্তি অর্জন ও সুন্দর/সুসমাজ প্রতিষ্ঠা করতে পারিনি। এখন আমাদের দরকার অর্থনৈতিক মুক্তি আর সামাজিক আন্দোলন। এর জন্য দরকার বাংলাদেশের প্রতিটি মানুষের সক্রিয় অংশগ্রহন।

শুধুমাত্র সরকার ও সমাজপতিদের দোষারোপ করে কোন ইতিবাচক সমাধান প্রত্যাশা করা উচিত নয়। সমাজের প্রতিটি ক্ষেত্রেই আমরা অগ্রগতি করেছি কিন্তু কাঙ্খিত লক্ষ অর্জন করতে পারি নাই । শিক্ষা রাজনীতি সহ প্রতিটি পেশায় আমরা নীতি ও নৈতিকতা থেকে দুরে সরে যাচ্ছি । প্রকৃত শিক্ষা এবং দেশপ্রেমের অপ্রতুলতার জন্য আমারা উন্নতির উচ্চ শিখরে উঠতে পারছি না । দেশের সার্বিক উন্নতির জন্য সমাজের প্রতিটি সচেতন মানুষকে একসঙ্গে ধর্ম বর্ণ রাজনীতির উর্ধে এসে একসঙ্গে কাজ করতে হবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.