আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল এবং একজন মোশাররফ...

বিরোধী দলের চীফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে পুলিশ নাকি পাষবিক নির্যাতন করেছে । ফারুকের উপর হামলাকে সবাই 'অমানবিক' বলতেছে । চারদিকে পুলিশের নামে ছি ছি পড়ে গেছে । এমনও শুনেছি, (দুই-একটা লাঠির আঘাতেই) তিনি নাকি 'মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন' । এই দুই-একটা লাঠির আঘাত আর ধস্তধস্তি যদি অমানবিক হয় তাহলে মোশাররফের উপর হামলাকে আমরা কি বলব ? মোশাররফ কোন রাজনৈতিক নেতা না, তাই হয়তো আমরা তাকে চিনি না; জানিও না কি ঘটে গেছে তার জীবনে ।

এই মোশাররফ আমার আপনার মতই একজন সাধারণ মানুষ । মৌসুমি ফল বিক্রি করে সাতজন মানুষের একটা সংসার চালায় যেই সংসারে সে-ই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি । ঘরে আছে বৃদ্ধ বাবা আর মা । হরতালের দিনে ঘরে বসে থাকলে তার চলে না, তাই গত ৬ জুলাই হরতালের দিন সে চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিল আম কিনতে । কিন্তু ঢাকা ফেরার পথেই তার ও তার দরিদ্র পরিবারের ওপর নেমে এল সবচেয়ে বড় এক বিভীষিকা ।

পিকেটাররা ট্রাকে আগুন ধরিয়ে দিল, পুড়ে গেল মোশাররফের শরীর । কতটুকু পুড়ল ? চিকিত্সাবিজ্ঞানের মতে, শরীরের ৩০% অংশ পুড়ে গেলেই সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কম । ৫০% পুড়ে গেলে বেঁচে থাকার আশা খুব একটা থাকে না । আর মোশাররফের পুড়েছে ৯০% । অসহায় মা হাসপাতালে ছেলের পাশে বসে আছে আবার ছেলের মুখে 'মা' ডাকটি শুনবে বলে ।

ডাক্তাররা বলছেন, আর আশা না করাই ভাল । কিন্তু মায়ের মন যে এইসব বুঝে না। এই ছেলে না থাকলে সংসার কিভাবে চলবে, এই কথা ভেবে মা কাঁদছেন না । মা কাঁদছেন নিজের সন্তানকে চোখের সামনে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে । ছেলের জীবনপ্রদীপ একটু একটু করে নিভে যাচ্ছে আর মা হয়ে তিনি কিছুই করতে পারছেন না- এইটা যে কত বড় একটা কষ্টের অনুভুতি তা আমরা কেউ বুঝবোনা ।

মোশাররফ আজ অথবা কাল এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে যাবে, কিন্তু তার মা মৃত্যুর আগপর্যন্ত ছেলের জন্য কাদবেন আর অভিশাপ দেবেন তাদেরকে, যারা রাজনীতির নামে সাধারণ মানুষকে পুড়িয়ে মারতেও দ্বিধা করেনা । ফারুক সাহেবের মাথার কয়েক ফোটা রক্তের দাম এই দেশে অনেক, কিন্তু মোশাররফের মায়ের অশ্রুর ফোটার দাম আমরা কেউ দিইনা । কারণ, মোশাররফ তো কোন রাজনৈতিক নেতা না । ১০ জুলাই মারা যান মোশাররফফ হোসেন । তার মৃত্যুতে অবশ্য কারো কিছুই আসে যায়না ।

কারণ আমি নিশ্চিত, এই ঘটনার পরেও বিরোধী দল বলবে "আমরা প্রতিহিংসার রাজনীতি করিনা, আমরা জনগণের অধিকার আদায়ের রাজনীতি করি । " মাননীয়া বিরোধীদলীয় নেত্রী, জনগণকে পুড়িয়ে মেরে সেই জনগণেরই কোন অধিকারটা আপনারা আদায় করছেন সেইটা একটু বুঝিয়ে বলবেন প্লিজ ??? ধিক এই দেশের রাজনীতিকে, ধিক এই দেশের রাজনৈতিক নেতাদেরকে । (৮ই জুলাই এর লেখা) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.