আমি নির্ভীক, আমি দূর্জয়, আমি চিৎকার করে সত্য বলি... গত পরশু পত্রিকার একটা খবর দেখে হতবাক হয়ে গেলাম। আমাদের মহামান্য রাষ্ট্রপতি তার কাজের তালিকায় নতুন একটি কাজ যুক্ত করেছেন। আগে উনি শুধু বিভিন্ন জিনিসের উদ্বোধন করতেন, এখন সেটার পাশাপাশি খুনের মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যুদন্ডাদেশ মওকুফ করাও(!!!) তার কাজের তালিকায় যুক্ত হয়েছে।
লক্ষীপুরের এ্যাডভোকেট নুরুল ইসলামকে হত্যার দায়ে লক্ষীপুর পৌরসভার বর্তমান মেয়র আবু তাহেরের ছেলে এইচ. এম. বিপ্লবকে ফাঁসির দন্ডাদেশ দেয় আদালত। আমাদের দয়ার সাগর রাষ্ট্রপতি তার ফাঁসির সাজা মওকুফ করে দিয়ে বিরাট মহানুভবতার পরচয় দিয়েছেন।
এখন কথা হচ্ছে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় রাষ্ট্রপতির স্ত্রী আইভি রহমান নিহত হন। তাদের ধরতে তো সরকার ব্যাপক ধরপাকর শুরু করেছে। জিল্লুর রহমান কি তার স্ত্রীর খুনিদেরকেও ক্ষমা করে দেবেন?
নিহত নুরুল ইসলামের স্ত্রী রাশিদা ইসলাম সন্তানদের নিয়ে ঢাকায় আত্মগোপন করে আছেন। তিনি তাহের গংদের ভয়ে লক্ষীপুর ফিরে যেতে পারছেন না। সাংবাদিকদেরকে উনি উনার অবস্থান পত্রিকায় না ছাপতে অনুরোধ করেছেন।
রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের কাজ নাকি খুনিদেরকে শাস্তি থেকে রেহাই দেয়া রাষ্ট্রের কাজ? মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রশ্ন রইল।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার খুনিদের বিচার করার জন্য ৩৫ বছর পর বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। এটিতে আমি অবশ্য সমর্থন করি। অপরাধ যেই করুক না কেন তার শাস্তির দরকার আছে।
তাহলে নিহত নুরুল ইসলামের ছেলে-মেয়েরা কি অপরাধ করেছে? কেন তাদের বাবার হত্যাকারীর ফাঁসি হওয়ার পরও সে শাস্তি থেকে বেচে যাবে? পরিস্থিতি কি তাহলে এমন হয়েছে যে, আমি আওয়ামীলীগের হোমরা-চোমরা কেউ, আমি চাইলেই খুন করতে পারি, আদালত আমার শাস্তি দিলেও কিছু যায়-আসে না, মহামান্য দয়ার সাগর রাষ্ট্রপতি আছেন না।
উনি আমার ফাঁসি মওকুফ করে দেবেন। এতে করে কি অপরাধীরা উৎসাহিত হচ্ছে না?
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। তার এই সন্তুষ্টি কোথা থেকে আসে? খুনিদের শাস্তি পাবার পরও বহাল তবিয়তে ঘুরে বেড়ান থেকে?
আমি নির্বাক হয়ে গেছি, আমি আমার বিবেকের কাছে কি জবাব দেব? রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর বিবেক না থাকতে পারে আমার তো আছে। আমি এ অন্যায়ের বিরুদ্ধে কি প্রতিবাদ করেছি? আমার কিছু করার নেই এ কথা বলে নিজেকে আর কত দিন শান্তনা দেব? মনের ভেতর একটা কথা সব সময় খোঁচাতে থাকে। আমি কি আসলেই কিছু করতে পারতাম না? আমি কি একবারও আন্তরিকভাবে চেষ্টা করে দেখেছি? আমি বা আমরা যদি অন্যায়ের প্রতিবাদ না করে যাই তবে ভবিষ্যত প্রজন্মের কাছে আমরা কোন দেশটাকে রেখে যাব? তাদের কাছে কি জবাব দেব? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।