বিদেশ সফরের হিড়িক পড়েছে সংসদ সচিবালয়ে। চলতি জুলাই মাসে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাসহ মোট ২৯ জনের ৬টি দেশ ভ্রমণের সময়সূচি নির্ধারণ করা আছে বলে বাংলানিউজকে জানিয়েছে সংসদ সচিবালয় সূত্র।
সূত্রমতে, লন্ডনে অনুষ্ঠেয় ৫৭তম কমনওয়েলথ কনফারেন্সে যোগ দিতে স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেটের নেতৃত্বে ৬ সদস্যের এক প্রতিনিধি দল যুক্তরাজ্য যাচ্ছে এ মাসেই। এছাড়া সংসদ লাইব্রেরি পরিদর্শনে এ মাসেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গেছে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির এক প্রতিনিধি দল। আবার চলতি মাসেই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৭ সদস্যের এক প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা ভ্রমণের পরিকল্পনাও রয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, ডেপুটি স্পিকার শওকত আলীর নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা সফরের অংশ হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর করবে। ওই দুই দেশের আদলে বাংলাদেশে সংসদ সচিবালয়ের লাইব্রেরি পরিচালনা করার জ্ঞান অর্জনই উদ্দেশ্য তাদের।
আর রাজধানী ঢাকার আশপাশে স্যাটেলাইট শহর নির্মাণ ও পূর্বাচল উপশহরের আধুনিকায়নের জন্য সুপারিশ তৈরির অভিজ্ঞতা অর্জনের জন্য ৭ সদস্যের প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা ভ্রমণ করবে।
সংশ্লিষ্ট সূত্রমতে, অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সংসদের লাইব্রেরি পরিদর্শনের জন্য মনোনীত ৯ সদস্যদের প্রতিনিধি দলে ৪জন কর্মকর্তা রয়েছেন। এরা হলেন গ্রন্থাগারিক বেগম জেব-উন-নেছা ও সহকারী গবেষণা কর্মকর্তা আলী আকবর, অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী ও ডেপুটি স্পিকারের একান্ত সচিব হিরš§য় বাড়ৈ।
এদের মধ্যে বাকি ৫ জনই সংসদ সদস্য। এরা হলেন- ডেপুটি স্পিকার শওকত আলী, ইমরান আহমেদ, কাজী কেরামত আলী, জাহিদ আহসান রাসেল ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তার।
এই প্রতিনিধি দল গত শনিবার ওই দুই দেশের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন। তবে ডেপুটি স্পিকার ৭ জুলাই দেশ ছেড়েছেন। তিনি অস্ট্রেলিয়ায় তার ছেলের কাছে অবস্থান করছেন।
ব্যক্তিগত খরচে তার সঙ্গে সফরে রয়েছেন স্ত্রী মাজেদা শওকত আলী, পুত্রবধূ তানিয়া খালেদ আলী এবং নাতি উদয় শওকত আলী ও হƒদয় শওকত আলী। এ মাসের ২২ তারিখে তাদের দেশে ফেরার কথা রয়েছে।
আর লন্ডনে অনুষ্ঠেয় ৫৭তম কমনওয়েলথ কনফারেন্স ২২ থেকে ২৭ জুলাই পর্যন্ত চলবে। এ সফরে স্পিকারের সঙ্গীরা হচ্ছেন আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আবুদল জলিল, রাশেদ খান মেনন ও স্পিকারের একান্ত সচিব সম্পদ বড়–য়া।
লন্ডনে সম্মেলন শেষে প্রতিনিধি দল ব্যক্তিগত খরচে ইটালিসহ কয়েকটি দেশ সফর করবেন।
এ সময় স্পিকারের ছেলে রাসেল আহমেদ ও ভাতিজা আলাউদ্দিন আল সোহেল সফর সঙ্গী হবেন।
এছাড়া আব্দুল রাজ্জাকের স্ত্রী ফরিদা রাজ্জাক ব্যক্তিগত খরচে যুক্তরাষ্ট্র সফর করবেন।
রাশেদ খান মেনন বর্তমানে ব্যক্তিগত খরচে যুক্তরাষ্ট্র রয়েছেন। সেখান থেকে লন্ডনে সফরকারীদের সঙ্গে যোগ দেবেন তিনি।
এদিকে এসব সম্ভাব্য সফরের অধিকাংশ খরচ সংশ্লিষ্ট দেশ ও সংস্থা বহন করার কথা থাকলেও এ নিয়ে সংসদ সচিবালয়ে ব্যাপক কানাঘুষা চলছে।
কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, ‘এভাবে বিদেশ সফর সংসদের কর্মকা-ে ব্যাঘাত ঘটাচ্ছে। অনেক রুটিন কাজ সময়মত শেষ করা যাচ্ছে না। ’
অন্যদিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা ভ্রমণ যৌক্তিক হলেও এর সফলতা নিয়ে সংশয় প্রকাশ করছেন সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওইসব কর্মকর্তার দাবি, ওই কমিটির অনেক সুপারিশ বাস্তবায়ন করছে না মন্ত্রণালয়। তাই রাজধানী ঢাকার আশপাশে এলাকায় স্যাটেলাইট শহর নির্মাণ ও পূর্বাচল উপশহরকে আধুনিকায়নের জন্য সুপারিশ তৈরির অভিজ্ঞতা অর্জন কাজে না লাগার সম্ভাবনাই বেশি।
উল্লেখ্য, সংসদের গত অধিবেশনে কমিটির প্রথম প্রতিবেদন উপস্থাপনের সময়ও সুপারিশ বাস্তবায়নের এই চিত্র ফুটে ওঠে।
এই প্রতিনিধি দলে রয়েছেন কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী ও সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন, তাদের একান্ত সচিব এসএম মাসুম ও আবদুল কাদের জিলানী। এছাড়া পূর্ত মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা এবং রাজউকের প্রধান প্রকৌশলী এই প্রতিনিধি দলে আছেন। এই সফরের প্রায় সোয়া কোটি টাকা রাজউক দেবে বলেও সূত্র জানায়।
ফজলে করিম চৌধুরীর একান্ত সচিব এসএম মাসুম গত দুই বছরে ১৯বার বিদেশ ভ্রমণ করেছেন।
এটা হবে তার ২০তম বিদেশ ভ্রমণ।
এর আগে তিনি চীন, ভারত, মালয়েশিয়া (২বার), সিঙ্গাপুর (২বার), কোরিয়া (২বার), ইটালি, জার্মান, চায়না, সংযুক্ত আরব আমিরাত (২বার) ভ্রমণ করেছেন। সর্বশেষ গত মে মাসে এক ডেভেলপার কোম্পানির মালিকের সঙ্গে কোরিয়া সফর করে এসেছেন।
এ প্রতিনিধি দল দেশে ফেরার পরে সংসদীয় কমিটির অন্য দুই সদস্যসহ কর্মকর্তাদের সমন্বয়ে আরেকটি প্রতিনিধি দল যাবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে। ঐ সফরে প্রায় ৫০ লাখ টাকা খরচ হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে স্পিকারের নেতৃত্বে নয়াদিল্লীতে ৫ম সার্ক স্পিকার্স ও পার্লামেন্টারিয়ানস কনফারেন্সে অংশ নিয়ে ৮ সদস্যের প্রতিনিধি দল ভারত সফর শেষে গত শনিবার দেশে ফিরে এসেছে। এখন আবারো বিদেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন স্পিকার।
নয়াদিল্লীতে অনুষ্ঠিত ৫ম সার্ক স্পিকার্স ও পার্লামেন্টারিয়ানস কনফারেন্সে অংশ নিয়েছিলেন সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, আনিসুল ইসলাম মাহমুদ, একেএম রহমতুল্লাহ, সংসদ সচিব আশফাক হামিদ, স্পিকারের একান্ত সচিব সম্পদ বড়ুয়া ও সার্জেন্ট-অ্যাট-আর্মস ক্যাপ্টেন একেএম ফারুক হাসান।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর সৌজন্যে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।