আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে ইউরেনিয়ামের সবচেয়ে বড় মজুদ বনাম আমেরিকার উপর ইন্ডিয়ার দাদাগিরি

গতকালের একটি খবর ----- ইউরেনিয়ামের ‘সবচেয়ে বড়’ মজুদ আবিষ্কার ভারতে! ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের একটি খনিতে বিপুল পরিমাণ ইউরেনিয়ামের মজুদ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা এ দাবি করেন। তিনি আরও দাবি করেন, এটি বিশ্বের সবচেয়ে বড় ইউরেনিয়ামের মজুদ হতে পারে। -------- ----------------------------------------------------------- এই খবর দেখে অনেকে চমকাইয়া গেছে। যাওয়ারই কথা।

তবে এখানে সত্যতা যতটাই থাকুকনা কেন, এখানে আমেরিকার উপর একটা দাদাগিরি চাল আছে। সেই বিষয়টা কিন্তু চাপা পইড়া যাইতেছে। তাই একটু বিশ্লেষণ- যাহা ভাবছেন তাহা নয়, ডাল ম্যা কুচ কালা হ্যায়। ওই খনিতে নতুন কিছু আবিষ্কার হয় নাই। যা বলা হচ্ছে তার পেছনে একটা দাদাগিরি চাল আছে।

আর এই চালটা দেওয়া হইছে সবার বড় দাদা আমেরিকার উপর। বিষয়টা আপনারাও বুঝবেন, হিলারি দিদি গত পরশু দিন ইন্ডিয়াতে আইয়া কইল, আমেরিকানরা ইউরেনিয়ামের ব্যবসা করব কিন্তু এর দ্বারা কারো কোন ক্ষতি হইলে তার দায় ইন্ডিয়াকে নিতে হইব। তা নাহলে আমেরিকানদের পক্ষে ভারতে ইউরেনিয়াম সরবরাহ করা সম্ভব হবে না। তাই ইন্ডিয়াকে তাদের পরমানু নীতি চেঞ্জ করে আমেরিকানদের দায় মুক্তির ব্যবস্থা করতে হইব। বুবুজানের এই কথা হুইনা, ইন্ডিয়া সরকার ভাবছে, আমেরিকার সাথে পরমানু চুক্তি করতে গিয়া পুরা সরকারই ডুবতে গেছিল।

কোন রকমে টাকা-পয়সা খরচ কইরা দুর্নীতিবাজ এমপিদের ভোট কিইনা সরকারের পতন ঠেকাইতে হইছিল। এইবার যদি আমেরিকানদের দায় মুক্তি দেয়া হয়, তাইলে সেই সুযোগটাও থাকব কিনা তাতেও সন্দেহ আছে। তাই আমেরিকান বুবুজানদের টেক্কা দিতেই গতকাল ওই ইউরেনিয়াম মজুদ পাওয়ার ঘোষণা দেয়া হয়েছে। যাতে বুবুজানদের এই মেসেজ দেয়া যায় যে, তোমরা আমাদের শর্ত মেনে ইউরেনিয়াম দিলে দিবা, না দিলেও আমাদের তেমন কোন ক্ষতি নেই। কারণ আমাদের এখানেই সবচেয়ে ইউরেনিয়ামের সবচেয়ে বড় মজুদ পাইয়া গেছি।

হে হে হে এইবার বুঝলেন কিছু ??????????????????? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.