আমার কবিতা আমাকে ঘুমাতে দেয় না এতোদিন শুইনা আইতাসি আমাদের দেশের আদম সংখ্যা ১৫ কুটির উপরে। কিন্তু ডিজিটাল গণনা শেষে জানা গেল মাত্র ১৪ কুটির কিছু বেশী। তাজ্জব ব্যাপার! তাইলে কি দেশের মানুষ কইমা গ্যালো। চিন্তায় সারা রাইত ঘুম নাই। সকালে উইঠা বাড়ির সগ্গলকে জিগাইলাম, আদম শুমারী করতে কেউ আইছিল।
কে আইছিল কখন আইছিল কিছুই কেউ কইবার পারে না।
আমার ফেমিলি পুরাই বাদ পড়েছে তাইলে!! পুরা মহল্লার কেউ জানে না কবে কুতায় কে শুমারী করল। জনে জনে জিগাইলাম। সবার একই অবস্থা। আপনাদের কি মনে হয় শুমারী ঠিক আছে? কে কে গোনায় বাদ পড়েছেন হাত তোলেন।
আমি সঠিক হিসাব দিমুনে।
কানে কানে কই" ডিজিটাল গণনা" কইছি ক্যান জানেন? এইবার ডিজিটাল পুলাপাইন দিয়া আদম গণনা করছে- তা কি জানা আছে!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।