মানুষ দেশের জনসংখ্যা এখন ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। এর মধ্যে পুরুষ সাত কোটি ১২ লাখ ৫৫ হাজার এবং মহিলা সাত কোটি ১০ লাখ ৬৪ হাজার। আর বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক ৩৪ শতাংশ। আদমশুমারি ও গৃহ গণনা ২০১১-এর প্রাথমিক ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার আজ শনিবার সকালে পরিকল্পনা কমিশনে আনুষ্ঠানিকভাবে আদমশুমারির এ প্রাথমিক ফলাফল ঘোষণা করেন। প্রাথমিক ফলাফলে দেখা যায়, দেশে খানার সংখ্যা তিন কোটি ২০ লাখ ৬৭ হাজার ৭০০টি। খানার গড় সদস্য সংখ্যা চার দশমিক চার। আর প্রতি বর্গকিলোমিটারে বাস করে ৯৬৪ জন by :prothom-alo
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।