আমাদের কথা খুঁজে নিন

   

ফরিদার বদলে যাওয়া...

mamun.press@gmail.com আবদুল্লাহ আল-মামুন ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর শ্রীধরপুর গ্রামের মোহাম্মদ নুরুল আলমের স্ত্রী ফরিদা ইয়াসমিন গাভী পালন করে পরিবারের অবস্থা বদলে দিয়েছেন। স্বামী নুরুল আলম পেশায় একজন ইমাম। জানা যায়, পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল করতে ফরিদা গাভি পালনের ইচ্ছে করেন। ২০০৭ সালে অর্থের অভাবে তার এই পরিকল্পনা ভেস্তে যেতে বসেছিল। তখন তিনি পাশের বাড়ির আলেয়া ভাবি থেকে সুদমুক্ত ঋণ দেয়ার খবর শুনে এর সদস্য হন।

ফরিদা ইয়াসমিনের প্রবল ইচ্ছা গাভী পালনের তাই সদস্য হওয়ার ৪ সপ্তাহের মধ্যে ৫হাজার টাকা ঋণ নিয়ে ১টি গাভী কিনেন। ২য় বছরে ৮ হাজার টাকা ঋণ নিয়ে আরো একটি গাভী কিনেন। কিছু দিন পর গাভী ১টি বাচ্চা দেয়। সে গাভী প্রতিদিন ২/৩ কেজি দুধ দেয়। সে দুধ বিক্রি করে সংসারের আর্থিক ধন্যতা দুর করতে স্বামীর পাশাপাশি স্ত্রী ও সহযোগিতা করতে সম হন।

এদিকে এক মেয়ে এক ছেলে নিয়ে তাদের সংসার। ফরিদা ইয়াসমিন ছেলে মেয়েদের পডালেখার জন্য বিদ্যালয়ে ভর্তি করে দিলেন। এক ছেলে বিদ্যালয়ে পড়ে। সংস্থাটি তার অগ্রগতি এবং ঋণ পরিশোধ করার মানসিকতা দেখে ক্রমান্বয়ে তাকে ১লাখ ২৫ হাজার টাকা পচিশ হাজার টাকা ঋন দেয়। বর্তমানে ফরিদা ইয়াসমিনের ২টি গাভীর মালিক।

অপরদিকে তার স্বামী কচু চাষ করে ও বেশ সফলতা র্অজন করেন। এতে তাদের পরিবার আর্থিক ভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। গাভী গুলো থেকে দৈনিক ৪/৫ কেজি দুধ পায়। যা তার সংসারের যাবতীয় ব্যয় নির্বাহ করে বর্তমানে প্রতি মাসে ৪/৫ হাজার টাকা জমা করেন। ফরিদা ইয়াসমিন বলেন, তার জীবনকে স্বাবলম্ভী করতে মুসলিম এইড অসাধারন ভুমিকা রেখেছে।

মুসলিম এইড দাগনভুঞা শাখার ম্যানেজার শাহজাহান মুঃ নাসির উদ্দীন জানান, মুসলিম এইড এর সুদমুক্ত ঋণ সহস্রাধিক দুস্থ্য পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সহযোগিতা করেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।