আমি আজাদ। আমি কষ্ট করতে বেশী ভালবাসি.... তবে অবশ্যই তাতে কোন মিষ্ট ফলের আশা থাকতে হবে। আজ সকাল বেলা ৭.৩০ টায় ঘুম থেকে উঠেই কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম। অনেক কষ্টে দাঁত মাজার অভ্যাসটাকে পরিত্যাগ করলাম। প্রাতকার্য শেষ করে গত তিন দিন যাবত ব্যবহার করতে থাকা প্যান্টটা পড়ে গত রাতে খুলে রাখা প্রিয় শার্টটা গায়ে জড়িয়ে বেড়িয়ে আসলাম বাসা থেকে।
কিছু নাস্তা কিনে বাসায় ফিরে বউকে নিয়ে বেশ মজা করে খেলাম। তারপর
অফিসের জন্য প্রস্তুত হয়ে বের হয়ে আসলাম। বাসের জন্য আধা ঘন্টা পর্যন্ত দাড়িয়ে থেকে অবশেষে একটি মিনিবাসে বাঁদুর ঝোলা হয়ে ঘন্টা খানেকের মধ্যেই অফিসে এসে পৌঁছালাম। বাসা থেকে বেরোনোর সময় বউ বার বার করে আমাকে বলে দিলো অফিস থেকে আসার আগে সুযোগ বুঝে গোসলটা সেড়ে এসো জানইতো গত সাত দিন থেকে আমাদের এলাকায় পানি নেই। আমি হ্যাঁ-না কোন কিছুই বলিনি।
শুধু বললাম ঠিক আছে।
অফিসে আসার সাথে সাথেই আমার কলিগ জিজ্ঞাসা করলেন, "কেমন আছেন আজাদ সাহেব?"
আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, "আলহামদুলিল্লাহ্ ভাল আছি। " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।