নহি দেবী, নহি সামান্যা নারী। ১৪ তারিখের প্রথম আলো পত্রিকায় একটা খবরে চোখ আটকে গেল 'শুধুই নারীদের'। যোগ-বিয়োগ করছিলাম, কি হওয়া উচিত ছিল/হবে, কি হওয়া উচিত নয়। ...দুই হাজার একর জমি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। কিন্তু এই ক্যাম্পাসে একজনও পুরুষ থাকবে না।
...খবরটা মজা পাওয়ার মতো নিঃসন্দেহে। নারী-পুরুষ দুই পক্ষ মিলেই তো বাসযোগ্য করবে আমাদের এ পৃথিবী। বিজ্ঞান, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদিতে থাকবে উভয়েরই অবাধ পদচারণা। কিন্তু যে দেশে নারীদের জন্য মানবাধিকারের মৌলিক শর্ত গুলোই (ধারা-৩) পূরণ হচ্ছেনা সেখানে নারীর উচ্চশিক্ষার এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়। যদি আজ থেকে প্রায় একশ বছর পেছনে তাকাই বেগম রোকেয়ার (রোকেয়া সাখাওয়াত হোসেন১৮৮০-১৯৩২) জীবনে যিনি সৌদি নারীদের মতো প্রাতিষ্ঠানিক উচ্চ শিক্ষার সুযোগ পাননি কিন্তু তার দেখানো আলোতে এখনও আমরা পথ দেখি।
তার Sultana's Dream রচনাটির সাথে বিশেষ করে যাদের পরিচয় আছে তাদের পক্ষে সহজেই বোঝা সম্ভব তার মননশীলতার চর্চা কত উচ্চমানের হতে পারে। হয়তো সেই দিন বেশী দূরে নয় যখন কোন সৌদি রোকেয়া এমনি করে পথ দেখাবে সৌদি নারীদের।
(বি.দ্রঃ ১. সৌদি আরবের শাসন শুধু মাত্র মুসলিম আইন মেনে নয় বরং তাদের নিজস্ব কিছু প্রথা, রীতি-নীতিও মেনে চলে, এর সংস্কার প্রয়োজন।
২. আর কবির ভাষায় ...অভিলাষী মন চন্দ্রে না পাক জোৎস্নায় পাক ঠাঁই কিছুটাতো চাই, কিছুটাতো চাই। ...)
তথ্যসূত্র:
১. শুধুই নারীদের, দৈনিক প্রথমআলো, ১৪ জুলাই ২০১১
২. গোলাম মুরশিদ, রাসসুন্দরী থেকে রোকেয়া, নভেম্বর ২০০০, বাংলা একাডেমী
৩. Click This Link
৪. http://www.unhchr.ch/udhr/lang/bng.htm
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।