আমাদের কথা খুঁজে নিন

   

থানার ওসি পরিচয়ে এক্স-ভিকিদের ফোনে থ্রেট, মিডিয়াকে ভিকি নিউজ পাবলিশে স্ট্রিক্ট সরকারী নিষেধাজ্ঞা, ব্লগারদের পরিচয় খোঁজে ডিবি, ইসলামিক টিভির রিপোর্ট, হোসনেআরাকে সরানোর প্রতিবাদ হিসেবেই নাকি ছাত্রীরা বিক্ষোভ করেছে! - কোন দেশে আছি!

অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/ থানার ওসি পরিচয়ে এক্স-ভিকিদের ফোনে থ্রেট করা হচ্ছে, আন্দোলন থেকে নিজেকে পুল অফ না করলে বিশেষ কিছু ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। মিডিয়াকে ভিকি নিউজ পাবলিশে স্ট্রিক্ট সরকারী নিষেধাজ্ঞা জারী করা হয়েছে, আরো জানানো হয়েছে ভিকারুন্নেসা সংক্রান্ত খবরে পলিটিকাল রং ইম্পোজ করে দিতে। ব্লগারদের পরিচয় বের করতে তৎপর ডিবি, তারা সেদিনের ভিকারুন্নেসার ভেতর থেকে খবর বাইরে দিতে পারে এমন এক্সভিকিদের লিষ্ট করেছে। এদের মাধ্যমে ব্লগে আর ফেসবুকে খবর প্রচার করে দেওয়া ব্লগার এবং অনলাইন একটিভিষ্টদের পরিচয় বের করতে উৎসাহী তারা। অভিযোগ আসতে পারে রাষ্ট্রদ্রোহীতার। ইসলামিক টিভির রিপোর্ট, "হোসনেআরাকে সরানোর প্রতিবাদ হিসেবেই নাকি ছাত্রীরা বিক্ষোভ করেছে(!) এবং তারা হোসনেআরাকেই অধ্যক্ষ চায়(!!)" - কোন দেশে আছি!? (সারাদিনের ব্যাক্তিগত যোগাযোগের মাধ্যমে মিডিয়া এবং অন্যান্য সূত্র থেকে পাওয়া ফলাফল এসব, কেউই খবর বা নাম প্রকাশ করে সরকারের রোষে পড়তে ইচ্ছুক নন। আমি হতাশ।) ফেসবুক নোট বিশেষ রিকোয়েষ্টে কিছু এডিট করা হলো, তবে বলতে বাধ্য হচ্ছি, আপু, আপনারা এভাবে ওদের সুবিধে করে দিচ্ছেন আপনাদেরই ওপর অত্যাচার করতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.