আমাদের কথা খুঁজে নিন

   

বেদনারা গড়ে তোলে মাঘের শীত

আহসান জামান অজস্র রাত কেটেছে অনিদ্রা অথবা ঘুমঘোরে; স্বপ্নকোমল হাতে কেবলই বেড়েছে চোখের খোরাক। যতবার হেঁটেছি সম্মুখে পিছনে পা এসে টেনেছে অধিক। সমুদ্র বিস্তর; ঢেউরা রাত্রিকে করে গম্ভীর অনলে পোঁড়াআঁখি অহেতুক আলোর সম্ভার। যাকিছু আনন্দ ভেবেছি, বিভোর মাতাল; বপনে বিপরীত, কুঁড়াতেই অনুতাপ; বেদনারা গড়ে তোলে মাঘের শীত; শুষ্কযাপন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।