রিয়াল সেইদিনের কথা মনে পড়ে বাবা বলে খোকা, স্কুলে যাও,পড়া কর,লোভ করিও না টাকা। সম্মান কর শিক্ষক আর বাস ভাল সহপাথি, ভাল ভাল কাজ কইরো, দেশের কইরো উন্নতি, পতাকা দেখছি, স্যালুট দিছি,রাখছি দেশের মান, জ্বর ধইরাও পরীক্ষা দিছি, পাই নাই ফান। মানুষ হইছি,মানুষ চিনছি,দেশের দেখছি দুর্গতি কি করছি কি করি নাই তাই শুধু ভাবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।