আমাদের কথা খুঁজে নিন

   

এ দেশটার হবে কী?



মাঝে মাঝে ভাবি এ দেশটার হবে কী? যে যেভাবে পারছে শুধু হাতিয়ে নিচ্ছে । বৈধ না অবৈধ ভাবার সময়ও পাচ্ছে না । ভাবছে না পরে কী হবে । এমতন এক জন কে প্রশ্ন করলাম ভাই যে ভাবে কামালেন যদি কেউ ধরিয়ে দেয়? উত্তরটা খুব চমতকার করে দিল। সেটা পরে দেখা যাবে ।

আজ আমার কর্মস্থলেই একটি ঘটনা আমাকে আরো বেশি করে ভাবাচ্ছে। পূর্ব কাজের একটি চেক নিতে একাউন্ট শাখায় গেলাম । তৃতীয় শ্রেণীর এক কর্মচারী একটা সিগারেট হাতেই বলল স্যার দেখেন তো এই লিস্টে আপনার নাম আছে কি না? আমি নাম নেই দেখে চলে এলাম। সারাটা রাস্তায় মাথায় আনতে পারলাম না মানুষের মূল্যবোধের অবক্ষয় কোন জায়গায় পৌছেছে। মান অপমান বোধ, বড়দের সম্মান করা এ গুলো এখন যাদুঘরের জিনিস মনে হচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.