আমাদের কথা খুঁজে নিন

   

আমার জ্বর ।দেশটার টাইফয়েড ।

প্রতিটি অক্ষর মহাকালের দৈনিক জ্বর হইলে মানুষ আবোল তাবোল বলে, আবোল তাবোল চিন্তা করে। আমি ঠিক আবোল তাবোল না এর কাছাকাছি পর্যায়ে আছি(নাহলে বুজলাম কেমনে যে জ্বর হইলে মানুষ আবোল তাবোল বলে)। দেশ আজ চরম সংকটে আছে। বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। কে তাকে আশা দিবে কে তাকে ভরসা দিবে টাইপ অবস্থা।

এমতাবস্থায় আমার জ্বর জ্বর মনে কয়েকটি জাতীয় স্বার্থজনিত প্রশ্নের উদ্রেক ঘটেছে। আপনাদের ভাল লাগলে পড়েন না ভাল লাগলে তুই জাগা........ ১। আজকে রবীন্দ্র সরোবরে বম্বাই মরিচ দিয়ে ঝাল মুড়ী খাইতে গিয়া মনে হইল বোম্বের নাম চেঞ্জ হয়ে হইসে মুম্বাই । তাইলে কি বম্বাই মরিচ এর নাম ও চেঞ্জ করা উচিত না?এই ব্যাপারে ঝালমুড়ি বিক্রেতাদের আশু পদক্ষেপ নেয়ার জন্য ঝাল আবেদন জানাচ্ছি । ঢাকার অপর নাম ওরফে মাঝামাঝি দিল্লী ঘোষণা করা হক।

(নয়া দিল্লী পুরান দিল্লী আছে। মাঝামাঝি নাই) ২। পুরুষ মানুষ খুব খারাপ,তাই তাদের বস্তি সমাজে কুত্তা এবং সুশীল সমাজে কুকুর এর সাথে তুলনা করা হয়। বহুল প্রচলিত প্রবাদ প্রবচন(all men are dogs, except faithfulness)তাইলে মানুষ গালি দেয়ার সময় son of a bitch bole ken?son of a dog bole na ken ?(জাতীর বিবেকের কাছে উত্তর চাই। তাই বলে ভাববেন না আমি হাসান সাইদ আর পরিমলের ভাই।

কুত্তা বলে কি তারা মানুষ না? ৩। Everything is fair in love and war সকল প্রেমিক প্রেমিকারাই এইটা মনে প্রানে বিশ্বাস করে। (তাইলে প্রেম এবং মেক আউট করার পর এমএমএস(3gp format video clips) ছাড়লে এত কথা হয় কেন?(সকল প্রেমিক প্রেমিকাকে কারন দর্শানোর নোটিশ দেয়া হইল। (যদিও এই নোটিশ এর কেউ ধার ধারে না। প্রেমিক প্রেমিকারা এখন ওয়ারিদ FNF এ ব্যস্ত।

) ৪। কারো কোনো প্রানঘাতী শত্রু থাকলে বলেন। কল্লা ফালায় দেই। কোনও ঘটনা না। রাষ্ট্রপতি মাফ দিয়া দিব।

(অসমর্থিত এবং অপ্রকাশিত সুত্র মতে আগে আসলে আগে পাবেন এই শর্তে খুনিদের মাফ করা হচ্ছে। রাষ্ট্রপতি ব্যক্তিগত ভাবে বাহাস পছন্দ করেন না। (বুড়া মানুষ তার উপর তিন পাও কব্বরে)(তিন পায়ের ব্যাপার যাদের খতকা লাগছে তাদের ফেসবুক চ্যাট এ যোগাযোগ করার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে। অনুরোধের বেল নাই। কেউ যদি আবার অনুরোধে ঢেঁকী গিলে বসে?তাইলেত বিপদ।

ঢেঁকী হজম হইব কিনা কে জানে? ৫। এখন সবাই যদি ভাবে আমার জ্বর তাই আবোল তাবোল লিখতেছি তাদের জানার জন্য বলছি। বহুল প্রচারিত এবং জনবিদিত উন্মাদ পত্রিকার এক সমীক্ষায় দেখা গেছে মানুষের অসুস্থ অবস্থায় সত্যি বলার হার বেশি । সুস্থ মানুষ আবোল তাবোল বেশি বলে। (মনের সমীক্ষা) , এই সমীক্ষা মানলে তাল গাছ না মানলে বাল গাছ,(সুশীল সমাজের ভাষায় বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর ।

৬। জাতীয় নারী নীতিতে (২০১১) নারী পুরুষ সম অধিকার এর কথা বলা হয়ছে। (হিজড়া অধিকার কই গেল?এখন থেকে নারীনীতি হাতে নিয়া ঘুরবো । বাসের ৯ তা সীট এ মাইয়া বসতে দিব না। অধিকার যেহেতু সমান তাই নারীদের আলাদা সীট দেয়া যাবে না।

(বান্ধবীরা নো অফেন্স) ৭। আজকে দুপুরে পাড়ার ইসমাইল ভাইয়ের ITOP এর দোকানে গেসি। দেখে বলল দিপু জ্বর নাকি?আমি বললাম হু ইসমাইল ভাই। ৫০ টাকা itop দেন। উনি আমার নাম্বার তা কাগজে লিখল এবং আরেকটা কাগজ হাতে দিল।

ওইখানে ২টা জরের ট্যাবলেট আর একটা এ্যান্টীবায়োটীক এর নাম লিখা। মানে প্রেস্ক্রিপ্সন । বাঙ্গালী সর্ব বিদ্যায় পারদর্শী । ৮। কয়েকটা কঠিন প্রশ্ন করব।

বলতে পারলে এক কোটি টাকা পুরুস্কার । (আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন এবং এখন ও পর্যন্ত অমিতাভ বচ্চন কে নকল করে নিজের গোয়া নিজে মারা দেশ টিভির নুর ভাই এর (বস্তির পোলা মাইয়ারা কোটি পতি হবি?আয় আয় এই জীবনমুখী তথ্য গর্ভ অনুষ্ঠানটী না দেখে থাকেন তাইলে পারবেন। ) প্রশ্ন হইল ১.বাংলদেশের পাসপোর্ট এর রং কি?(হইলদা,কউছা,নাল ,অহ না না না কালা) ২। ট্রাফিক সিগ্নাল এ সবুজ বাতি বাতি দ্বারা কি বোঝান হয় ?(এখনানেই ঘুমিয়ে পড়ূন,সামনে ঘূর্ণিঝড় ৩ নং বিপদ সংকেত,পপ গুরু মইরা গেছে ১ মিনিট ইচ্ছা না থাকলেও দাড়িয়ে নীরবতা পালন করুন,বন্ধু আমার আমার বউ লউয়া রঙ্গ কইরা পাশের বাড়িতে হেটে যাচ্ছে তাই চুপ। ৩।

প্রত্নতাত্তিক নিদর্শন কোথায় রাখা হয়?(কারাগারে,নাকি জাদুঘরে?সংসদ ভবনে নাকি ঢাকা মেডিক্যাল এ?বেহায়া ভবনে নাকি সুধা সদনে?) ধুরো!!!!!!!!!!!!!! এতখন হুদাই আবোল তাবোল লিকছি............। নিজ গুনে ক্ষমা করে দেন। আর নিজের গুন না থাকলে আমার কাছে মাফ চান। আমার নিজের অনেক গুন । মাফ দিয়া দিব।

আমার ও রাষ্ট্রপতির মত বাহাস পছন্দ না। (আমি রাষ্ট্রপতি ই হব। এটাই আমার এ্যম্বিশন) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।