আমাদের কথা খুঁজে নিন

   

কালক্ষেপন নয়, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের দ্রুত সমাধান চাই

বাংলাদেশ ক্লাস বর্জন করে বিক্ষোভ চালাচ্ছে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। অধ্যক্ষের চেয়ারে আসীন আম্বিয়া খাতুন গেছেন শিক্ষা মন্ত্রণালয়ে। শিক্ষামন্ত্রী বলেছেন, আইনত শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এখনো হোসনে আরা বেগম। দেশের নামি এ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল করে বৃহস্পতিবার সঙ্কট অবসানের আশা শিক্ষামন্ত্রী করলেও তা কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে, উদ্বিগ্ন অভিভাবকরা।

এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসের শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে উত্তেজনা চলছিলো। তারই ধারাবাহিকতায় বুধবার অধ্যক্ষ নিয়ে জটিলতা তৈরি হয়। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের একটি অংশ সভা করে অধ্যক্ষ হোসনে আরা বেগমকে অপসারণের সিদ্ধান্ত নেওয়ার পর দুপুরে ওই চেয়ারে বসেন জ্যেষ্ঠ শিক্ষক আম্বিয়া খাতুন। এরপর সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ড ওই পর্ষদ বাতিল করে চার সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। বৃহস্পতিবার সকালে বেইলি রোডে ভিকারুননিসার মূল ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা ক্লাস না করে দল বেঁধে বিভিন্ন স্থানে অবস্থান করছে।

সকালে মিলনায়তনে প্রায় হাজার পাঁচেক শিক্ষার্থী অবস্থান নিয়ে হোসনে আরা বেগমের বিরুদ্ধে স্লোগান দেয়। হোসনে আরার বিরুদ্ধে স্লোগান সম্বলিত প্ল্যাকার্ডও রয়েছে তাদের হাতে। তারা বলছে, হোসনে আরা যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক পরিমলকে রক্ষার চেষ্টা চালিয়েছিলেন। তাই তাকে মেনে নেবেন না তারা। অধ্যক্ষ হিসেবে আম্বিয়া খাতুনকে মেনে নেওয়ার ইঙ্গিত দিয়ে তারা বলেন, বাইরের কোনো শিক্ষককে অধ্যক্ষ পদে মানবেন না তারা।

অন্যদিকে প্রতিষ্ঠানের ফটকের সামনে এক দল শিক্ষার্থী অবস্থান নিয়েছে। তারা হোসনে আরার পক্ষে সমর্থন প্রকাশ করে বলছে, তিনি ষড়যন্ত্রের শিকার। তবে এ দলে শিক্ষার্থীর সংখ্যা কম। বিদ্যালয়ের ফটকের পাশের দেয়ালে আম্বিয়ার বিরুদ্ধে কিছু পোস্টারও দেখা গেছে। এতে তাকে মৌলবাদী হিসেবে অভিহিত করা হয়।

বিদ্যালয়ের ফটকের সামনে অনেক অভিভাবক রয়েছেন, তাদের কয়েকজন চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অচিরেই এ সমস্যার সমাধান হওয়া জরুরি। বেলা ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে টেলিফোন আসে আম্বিয়া খাতুনের কাছে। ওই সময় সাংবাদিকরাও তার কক্ষে ছিলেন। আম্বিয়া জানান, জ্যেষ্ঠ শিক্ষকদের একটি তালিকা নিয়ে তাকে মন্ত্রণালয়ে যেতে বলা হয়েছে। দুপুর ১২টা ২৫ মিনিটে চার জন শিক্ষককে নিয়ে মন্ত্রণালয়ের রওনা হন আম্বিয়া।

তার সঙ্গী শিক্ষকরা হলেন- মঞ্জু আরা বেগম, মিন্নাতুল মহল, রোখসানা শামীম ও সুফিয়া খাতুন। শিক্ষকরা মন্ত্রণালয়ে যাওয়ার পর মিলনায়তন থেকে বেরিয়ে আসে ছাত্রীরা। তবে তারা ক্যাম্পাসে বিক্ষোভ করছে। আম্বিয়া সাংবাদিকদের বলেন, চলমান পরিস্থিতির সুরাহা হওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেওয়াটা এখন সবেেচয়ে জরুরি।

তার বিরুদ্ধে পোস্টারের কথা তুলে ধরলে আম্বিয়া বলেন, "এটা খুবই দুঃখজনক। " এটা অপপ্রচার বলেও দাবি করেন তিনি। এর আগে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থী ও শিক্ষকদের চাপেই আমাকে দায়িত্ব নিতে হয়েছে। " তবে আম্বিয়ার এ অধিষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছেন হোসনে আরা, মন্ত্রণালয়ের বক্তব্যও তার পক্ষে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "আইনত হোসনে আরা বেগম এখনো অধ্যক্ষ।

" অধ্যক্ষ 'অপসারণে' পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ওই পর্ষদের মেয়াদ অনেক আগেই ফুরিয়ে গেছে। নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তারাই এ সমস্যার সমাধান করবে। হোসনে আরাও বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদত্যাগ না করায় তিনিই বৈধ অধ্যক্ষ। এ সঙ্কটের পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও দাবি করেন তিনি।

ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর এক ছাত্রীর অভিভাবক স¤প্রতি বাংলার শিক্ষক পরিমলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে। এরপর অভিভাবক ও শিক্ষার্থীরা পরিমলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নামে। গত ৬ জুলাই পরিমলকে গ্রেপ্তার করা হয় এবং তিনি পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। পরিমলের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তাতে হোসনে আরাও আসামি। এমনই এক পরিস্থিতিতে ১০ সদস্যের পরিচালনা পর্ষদের পাঁচজন সভা করে হোসনে আরাকে অপসারণের সিদ্ধান্ত নেয় বুধবার।

সকালে স্কুলের বেইলি রোডের মূল ক্যাম্পাসে অধ্যক্ষের চেয়ারে বসেন জ্যেষ্ঠ শিক্ষক আম্বিয়া খাতুন। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শিক্ষক ও শিক্ষার্থীরা। সদ্যবিল্প্তু ১০ সদস্যের পরিচালনা পর্ষদের সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন এখন দেশের বাইরে রয়েছেন। তার অবর্তমানে পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন ডা. দিলীপ রায়। তিনি পর্ষদের কয়েকজন সদস্যের বুধবারের বৈঠকের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে ভিকারুননিসার স্কুল শাখার শিক্ষার্থীদের অর্ধবার্ষিক ও কলেজ শাখার টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা। এই পরিস্থিতিতে অধ্যক্ষ নিয়ে জটিলতায় ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের ১২ শ' শিক্ষার্থীর অভিভাবকরা সন্তানদের ভবিষ্যত নিয়ে শঙ্কিত হয়ে উঠেছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.