চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা। আমার স্বপ্ন দেখার শুরু অবাস্তব জলে ভ্রাম্যমাণ কোনো পানসিতে। ক্ষণস্থায়ী এপার ওপার জলফোয়ারায় হয়ত জেগে উঠতে পারত কোনো মায়াবী দ্বীপ। নারীর আদলে। যার চোখের নরম পাতায় আঁকা আছে গভীর নিঃস্পৃহতা যেন রহস্য বাঁক, বিভ্রম মোহ।
প্রত্যেক সন্ধ্যায় আমি আগুনরঙা হাহাকার নিয়ে উদাসীন বটপত্রে নিজেকে ভাসিয়ে দেই। নির্জন করোটিতে লেগে থাকে বিস্মৃতির ছোপ ছোপ নীলাভ্র পরাগ। আমার বুকের ফাঁপা অংশটায় ধীরে প্রবেশ করে ছাইচাপা আলো, পাথরের রেখাঙ্কিত মুখ। মোমের মত বিষণ্ণ কিছু জোনাকি যেন ঝিকিমিকি জ্যোৎস্নার ফুল হয়ে উড়ে যায়।
হয়ত সব অসত্য নয়।
গাঢ় মেঘে নুয়ে পড়া কেয়ার গন্ধ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকি। একসময় বুঝে যাই দাবানলও কোমল হয়ে জ্বলতে পারে সুরের পাঁজরে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।