মানুষ জন্মের বহু আগে সবুজ ঘাসেরা যখন ভরে গেছে পৃথিবী ব্যাবিলন, এথেন্স, মিশরীয় রাজারা তখনো আসেনি হিন্দুকোষ থেকে বঙ্গ সাগরের পথে রাতের পাখিদের ঝাঁকে উড়েছি আকাশে অন্ধকারের রাতে তারাদের আলোয় আহ! আমার সবুজ শ্যামল গ্রাম। জোনাকী পোকার আলোয় নদীর মায়াবী জল মাঝ রাতে দেখেছি চেয়ে নীরব গ্রামের মোমের আলোয় বসে বসে সারা রাত-মায়াবী মেয়ে। সন্ধ্যারও কিছু পরে সন্ধ্যারও কিছু পরে গোলাপের বাগানে ছুটে এলে- বুকে নিতে সু-ঘ্রাণ; নীলিমার অস্তাচলে ডুবে গেছে সূর্য আকাশে ফুটেছে নক্ষত্রের বাগান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।