সুখ পাখির খোঁজে একা একা ঘুরে একাকী মানুষ অর্ন্তজালে বেলা অবেলায়,
ধরা অধরার মাঝে আড়ালের খেলা নিশি দিন ।
ঘর ভর্তি সুখের পাহাড় অথচ কাঁদে একাকী একেলা অষ্টপ্রহর।
অচেনা অজানা অথচ কত আপন-
বুকের ভিতর সুখের কাঁপন মায়ার খেলা।
এই নিরবতা এই দুঃসহ দিন নিঃশ্বাস ফেলে অজানার মাঝে
হাফ ছেড়ে বাঁচে নিরব রাতে,
অর্ন্তজাল নগরীর সুখের উদ্যানে
স্বপ্নের ঘরে স্বপ্ন জালবুনে উড়ে অসীম আকাশে-মায়াবী বাঁধনে।
শূন্যতার খাঁ খাঁ বালিয়াড়ি অন্ধকার বাঁধে আষ্ট্রে পৃষ্টে
আমাকে ছেড়ে দাও অর্ন্তজাল খেলা, নিঃসঙ্গ বেলা
আমি ছুটতে ছুটতে চলে যাই খোলা আকাশের কুলে
নেই বুক ভরে নিঃশ্বাস-
নারকোল বনের ছায়ায়, ক্যারেবিয়ান সাগরের সবুজ জলে
অথবা সুন্দরী গাছের ভীড়ে স্থির জলে, নিজের ছায়া দেখতে দেখতে
বনদেবতার কথা শুনি।
কখনো কি তোমার সাথে হেঁটেছি আমি চৈতালী জোছনায়
মনে পড়ে না.. এমনি এক স্বপ্নজমা বুকে বহুদিন-
সারা রাত ভিজব শিশিরের গন্ধে।
আমার চারপাশে অজস্র উত্তাল সুর, মেঘের ঘুঙ্গুর উজানটান
অথচ বঞ্চিত বিবাগী গৃহী কোন পথ চেয়ে খুঁজে
ভালোবাসা বালিয়াড়ি অসীম নীলিমায়।
হারানো বিন্দু অভ্রকনা স্বযত্নে শুধু তুলে তুলে রাখা
গোপন কারুকার্যময় কিংখাপে।
বয়ে বয়ে রিরংসার বিষ নীল প্রতিক্ষণ
দরজায় মাথা খোঁড়ে আমি ক্লান্ত
এখন সারারাত জেগে নিজের সাথে কথা বলব
ভরা পূর্ণিমায় জলের পাশে।
সীতার চক্র ভেঙ্গে এবার আমি পৌঁছাব দিগন্ত রেখায়।
ঝমঝম ট্র্রেনের শব্দ আর নৌকার দোল তোমার সাথে
স্বপ্নভুক সাজানো সময় নিরালায় শুয়ে থাক একাকী একেলা
স্বপ্নভোগের এই খেলায় আমি খুব ক্লান্ত
এখন আমি মৌমাত মৌমাছির গান শুনব অজানা বেহালায়
আর ভাসব জোছনা সমুদ্রে বাতাসের ভেলায়
বন্ধ দরজায় মাথা খোঁড়ে কেটেছে অনেক কাল এবার
বোহেমিয়ান ঘোড়ার সওয়ার হবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।