আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখিত মোশাররফ!

খবরটি দেখলাম। হরতালে দগ্ধ মোশাররফ মারা গেছে। মোশাররফ সাধারন একজন নাগরিক। নিজের পেটের তাগিদে তাকে ঘুরতে হতো এক জেলা থেকে আর এক জেলায়। খুবই দরিদ্র একটি পরিবার।

বৃদ্ধ বাবা মা সহ ছয় জন সদস্য নিয়ে তার জীবন। তার রোজগারের টাকায় সংসার চলে। আমাদের দেশে হরতাল খুবি মামুলি একটা বিষয়। বাডি দখল, বাডি বে-দখল, ছেলের জন্য, ক্ষমতার জন্য আমরা হরতাল পাই। আমাদের জীবন দূর্বিসহ করা দ্রব্যমুল্যের উদ্ধগতি, শেয়ার বাজারে লক্ষ লক্ষ মানুষকে পথে বসানো, সীমাহিন দূর্নীতি ও নগ্ন দলীয়করনের জন্য আমরা হরতাল বা কোনো ধরনের প্রতিবাদ পাই না।

আমরা সাধারন মানুষ মোটামুটি অভ্যাস্ত হয়ে গেছি যে আমাদের জন্য আমাদের ক্ষমতাওয়ালাদের যা করনীয় তা বোধহয় তাদের ব্যাক্তিগত আর্জনের মধ্যদিয়েই আসে। তাই হরতাল আমাদের মত মধ্যম শ্রেণীর জন্য অতিরিক্ত একটি ছুটির দিন ছাড়া আর কিছুই না। কিন্তু যারা নিচতলার বাসিন্দা তাদের নিয়ে কি কেউ কখনো চিন্তা করে? করেনা। করেনা বলেই মোশাররফদের পেটের চিন্তায় বের হতে হয়। আমি জানিনা আমাদের ক্ষমতাসীনরা হরতালের মানে জানেন কিনা? যদি জানতেন তবে হরতাল শেষে তারা বলতে পারতেন না হরতাল সফল।

যারা জানতে চান তাদের জন্য লিঙ্কটা দিয়ে দিলাম ঃ http://en.wikipedia.org/wiki/Hartal হরতাল যদি মানুষের জন্য দেয়া হয় তবে তাতে মানুষ কেন মারা যাবে? আমি জানিনা কেন? আমরা সাধারন মানুষরা রাজনৈতিক একটি দুষ্টচক্রের মধ্যে বন্ধী হয়ে আছি। এই দুষ্টচক্রের জন্ম ১৯৭১ সালে। আমাদের অবস্থা হয়েছে এমন যে আমাদের আমরা না পারি গিলতে আর না পারি ফেলতে। এই চক্রের বলি হয় মোশাররফদের মত খেটে খাওয়া মানুষগুলোর। তারা হারিয়ে যায় ক্ষমতালোভীদের তীব্র লোভের কাছে আর হারিয়ে যায় সময়ের অতলান্তে।

মোশাররফের মা-বাবা কি কখনো পারবেন তাদের প্রিয় সন্তানকে ভুলে যেতে? ক্ষমতালোভীরা তো তাদের সন্তান হারাননি, তারা আবার হরতাল দিবেন। তাদের দেয়া হরতালে আবার আগুনে পুডে মরবে মোশাররফের মত মানুষরা আর তাদের একপক্ষ তাদের নুরানি চেহারা দেখিয়ে বলবে “হরতাল সফল করার জন্য দেশবাসিকে ধন্যবাদ” আর অন্যপক্ষ বলবে “দেশবাসি হরতাল সম্পুন্নরুপে বর্জন করেছে”। দুঃখিত মোশাররফ। তোমার মত দেশবাসি নিয়ে আমাদের নেতাদের ভাবার সময় নেই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।