ভাবতে ভালবাসি অতিরিক্ত থ্রেডিং করে বলে দাড়ি জন্মায় নাকি দাড়ি জন্মায় বলে থ্রেডিং করে বুঝি না । এদেশে আবার জায়গায় জায়গায় থ্রেডিং স্টেশন ।প্রায় প্রতিদিনই এরা ভ্রু,গোঁফ,দাড়ি থ্রেডিং করে । দুই একদিন না করলেই মাইয়াগো মুখে গোঁফ,দাড়ি বুঝা যায়। মাইয়াগো মুখে গোঁফ,দাড়ি দেখতে খুব বিশ্রী লাগে। এইডা দেখলে শরীলডায় আমার ছ্যাত্ কইরা উঠে । আমাগো দেশই অনেক ভালো, মাইয়াগো গোঁফ,দাড়ি উডে না আর খুব কম সংখ্যক মাইয়া থ্রেডিং করে। আমগো দেশটাই ভালা । এদেশটা কেমুন জানি একটা !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।