আমাদের কথা খুঁজে নিন

   

দরকারের শেষ কথা তোমাকে দরকার ।

কেউ চলে যেতে চাইলে কি করা যায়?আর কেউ টা যদি আপন কেউ হয় : শক্ত করে ধরে,মন ভুলানো কবিতা দিয়ে,হাসিতে হাসি দিয়ে,টানা কাজলের চোখ চেয়ে তাকে ফেরানো যায় ।যদি একটা বার ভালোবাসি বলায় কেউ টা আপন মানুষ হয়,তবে একটা বার না বলায় সে কি খুব একটা দূরে যায়?যেই মানুষ টা সেই মানুষ টাই রয় । জীবনে র স্বাদ পাবার জন্য যেমন কেউ:তোমাকেই দরকার,স্বাদ এর জন্য ঝগড়া,বাগড়া ,হুমকি ,ধমকির ও দরকার । দরকারের শেষ কথা তোমাকে দরকার । তুমি চাইলে পাগল করতে পারো ,সকাল টা বয়ে নিতে পারো,চুল টেনে চিমটি কেটে ভালোবাসো বোঝাতে পারো ।তবু ও অসময়ে একলা দিনে আমাকে ফেরাতে পারো না ,সুন্দর একটা সকাল ,শুরু করতে আমরা না হয় সকালকে ভালোবেসে শুরু করি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।