আমাদের কথা খুঁজে নিন

   

দরকারের সময় ইংরেজী কিংবা বাংলা ওয়ার্ডটা মাথায় আসছে না? মুশকিল আসান

মন বসে না পড়ার টেবিলে

অনেকেই সারাদিন নেটে বসে থাকি । লেখালেখি করি । আজাইরা ঘোরাঘুরি করি । মাঝে মাঝে ইংরেজী শব্দের বাংলা অর্থ খোঁজার দরকার পড়ে । আবার কখনো বাংলা শব্দের যথার্থ ইংরেজীও মাথায় আসে না । কি করবেন? ................................ গুগল ডিকশনারি সরাসরি গুগল ডিকশনারিতে চলে যান । সার্চ ডিকশনারির বাম পাশে দেখবেন English dictionary লেখা আছে । ওখান ক্লিক করে BanglaEnglish (বাংলা শব্দের ইংরেজী রূপান্তর)অথবা EnglishBangla (ইংরেজী শব্দের বাংলা রূপান্তর)সিলেক্ট করুন । এরপর আপনার প্রয়োজনীয় শব্দটি লিখে সার্চ করুন আর সকাল বিকাল আমাকে ধন্যবাদ দিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।