নিজেকে শিক্ষিত ভাবতে চাই, কারন আমি যা শিখি আমি তা বিশ্বাস করি। আমার শিক্ষা আমার বিবেক কে জাগ্রত করে। এবং অপশক্তির কাছে মাথা নত করতে আমার বিবেকে বাঁধে।
ভিকারুন নিসার সামনের আজকের প্রতিবাদটি নিঃসন্দেহে অনেক সফল ছিল । যদিও আমাদের অনেক ছোট আপুরা, এমন কি অনেক ব্লগাররাও প্রশ্ন তুলেছেন, এবং বলেছেন যে এক্স দের অনেক কিছুই সন্তোষজনক ছিল না।
যেহেতু আমরা বিশ্বাস করি আমরা ভিকারুন নিসার সবার একটা পরিবার, তাই বিষয়গুলো পরিশকার করছি। এবং সবার কাছে আকুল আবেদন থাকবে, বিষয়গুলো নিয়ে কথা না বাড়ানোর জন্য এবং কোন ভাবেই এই লেখার সাথে রাজনীতিকে সম্পৃক্ত না করার জন্য।
প্রশ্ন ১-
কেন মিডিয়ার সামনে আমরা বর্তমান ছাত্রিদেরকে কথা বলতে নিষেধ করছিলাম?
যেহেতু, গত দিন আমরা অতি বিশ্বস্ত সুত্রে খবর পেয়েছিলাম যে, প্রিন্সিপাল বেশ কিছু বর্তমান ছাত্রিদেরকে কোন রকম আন্দোলনে যোগদান করর বিষয়ে ভিতি প্রদর্শন করেছিলেন। আমরা তাই চাচ্ছিলাম না ক্যামেরার সামনে মুখ খোলা নিয়ে ভবিষ্যতে যেন তারা কোন রকম সমস্যার শিকার হয়। বা তাদের জবানবন্দি যেনও তাদেরকে কোন হয়রানির মধ্যে ফেলে দেয়।
তাই প্রেসের কাছে কথা বলতে আমরা নিষেধ করছিলাম।
ইতিমধ্যে, অনেক অভিভাবক এমন কিছু মন্তব্য করেছেন, যা অনাহুত এবং এমনও হতে পারে ওইসব বক্তব্বের মাঝে অনেকে রাজনৈতিক কোথাও খুজে পাবে। যদিও আমরা জানি তারা এই রকম ভেবে কিছুই বলেন নি।
প্রশ্ন ২-
আমরা এতো তাড়াতাড়ি কেন শেষ করে দিলাম? কেন বড়সড় রোড মার্চ কেও নিরুৎসাহিত করেছি?
এর কারন বহুবিধ। আমরা মেয়েদের নিরাপত্তার কথা সবার আগে ভেবেছি।
আমাদের এক বোন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা আজ সব ধরনের ক্ষতি এড়াতে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করা যায় সবটুকু করেছি। আমাদের অধ্যক্ষার হুমকিকে আমরা হাল্কা ভাবে নেই নি। আমরা হুমকি মাথায় রেখে জমায়েত হবার আগেই রমনা থানায় গিয়ে ওসি সাহেবকে পুর বিষয়টা সম্পর্কে অবহিত করি। এবং মেয়েদের নিরাপত্তার স্বার্থে, একজন এক্স ভিকি নিজের বাদি হয়ে একটি সাধারন ডায়েরি করেন।
আপ্নারা নিশ্চয়ই লক্ষ করে থাকবেন, আজকে পুলিশ আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে। আমাদের দেশে মানব্বন্ধনে পুলিশ লাথি পেতা করে না এমন খুব কম ই হয়। কিন্তু যেহেতু আমরা নিজেরা সপ্রনদিত হয়ে পুলিশকে বুঝিয়েছি, এবং কোন রকম অপ্রিতিকর কিছু না ঘটানর জন্য লিখিত দিয়ে এশেছিলাম। তাই আমাদেরকে সচেষ্ট থাকতে হচ্ছিলো এই বিষয়ে। আজকে কোন রকম অপ্রিতিকর কিছু হলে দায়িত্ব এসে পরত যারা এই দায়িত্বটি নিয়েছিল তাদের উপর।
এছাড়াও, অনেকে 'পরিমল আওয়ামী লীগ এর সুবিধা প্রাপ্ত' বলে বিবৃতি দিচ্ছিলেন, তাদের আচরণের ফলে বিষয়টি সম্পূর্ণ ভাবে রাজনৈতিক খাতে প্রবাহিত হবার সম্ভাবনা ছিল। এবং এমন একটা কিছু প্রায় ঘটেই যাচ্ছিল। যদিও সুখের বিষয় শেষ পর্যন্ত এমন কিছুই ঘটেনি। বিষয়টা টের পাওয়া মাত্রই আমরা আমাদের প্রতিরাদকে আস্তে আস্তে আরও নিয়ন্ত্রিত করে এনেছিলাম। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নই।
অপরাধীর কোন দল থাকে না, লীগ থাকেনা। তাই কোন রকম মিডিয়ার সামনে বিবৃতি দেবার সময় সকলে লক্ষ রাখবেন, রাজনৈতিক কোন কথা যেনও ভুলেও বের না হয়। রাজনিতির সাথে আমাদের আন্দলনের কোন সম্পর্ক নেই। আমরা কাউকে এই প্রতিবাদের রাজনৈতিক ফায়দা নিতে দেবো না।
আর আমাদের ছোট আপুদেরকে বলছি, তোমরা যাই কর না কেন, তোমাদের আপুরা সব সময় তোমাদের সাথে আছি।
আপুদের পূর্ণ সমর্থন সব সময়ই থাকবে। শুধু একটা কথা, মাথা ঠান্ডা রাখ। অনেকেই অনেক কিছু বলবে, সব কানে নিও না। আর আপুদেরকে জানাও তোমাদের প্লান কি।
আর যারা এক্স দের সমালোচনা করছেন, তাদের বলছি, আমরা জানি আমাদের অনেক সিমাবদ্ধতা ছিল।
অনেক কিছু ঠিক ভাবে কড়তে পারিনি। কিন্তু সত্যি বলছি, আমরা আমাদের বোনদের নিরাপত্তাকেই সরবাগ্রে প্রাধান্য দিয়েছি। আসা করছি, এই পোস্ট অনেকের অনেক প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।