আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশ সফর উড়াল কন্যা বানাম ছাগুদের চুলকানির বন্যা। কোনটি বেশী?

সুস্থ ধারার রাজনৈতিক সমালোচনা করতে চায়। এলার্জি এক প্রকার রোগ, এই রোগ এমন যে সারাক্ষণ চুলকাতে থাকেন এলার্জি আক্রান্ত ব্যাক্তি, কোন অবস্থায় কোন কিছু নিয়ে স্থির থাকতে পারেনা এলার্জি আক্রান্ত ব্যাক্তিরা, সারাক্ষণ হাতের নখদিকে সর্বাঙ্গ চুলকাতে থাকেন। তেমনি আমাদের দেশে ছাগুখেতাব প্রাপ্ত কিছু মানুষ আছে তারাও রাজনৈতিক নামক এলার্জিতে আক্রান্ত, সবসময় রাজনীতির প্রোপাগান্ডায় মেতে না থাকলে তারা শান্তিতে থাকতে পারেনা। যারা সাম্প্রতিক পররাষ্ট মন্ত্রীর বিদেশ সফর নিয়ে নানা রকম বির্তকিত প্রশ্ন তুলতেছেন তাদের কাছে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন। ১) পরররাষ্ট্র মন্ত্রীর কাজ কি? ২) যোগাযোগ মন্ত্রী রাস্তাঘাটে কত সময় কাটিয়েছেন? ৩) অর্থ মন্ত্রী সে অর্থ বিষয় কাজে কতক্ষণ সময় কাটান? ৪) আইন মন্ত্রী কতক্ষণ সময় আইনি বিষয়ে নিয়ে সময় কাটান? ৫) অতীতে পররাষ্ট্র মন্ত্রীগণ কতবার বিদেশ সফরে গিয়েছিল? পররাষ্ট্র মন্ত্রী গত সাড়ে চার বছরে কতবার বিদেশ সফর গিয়েছিল ও কেন গিয়েছিল তার একটি হিসাব।

পররাষ্ট্র মন্ত্রী মোট ১১৪ বার বিদেশ সফরে গিয়েছেন । এর মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে দুটি সফরসহ ৩৬টি ভিভিআইপি সফর। দ্বিপক্ষীয় সফর ৬২টি। বাকী ১৪টি সফরের স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি পররাষ্ট্র মন্ত্রীর পূর্ণ বক্তব্যটি এইখানে দেখুন। পররাষ্ট্র মন্ত্রীর সফল্যের উল্লেখ যোগ্য কিছু তথ্য।

১) গত বি,এন,পি জামাত সরকারের আমলে বাংলাদেশ র্মাকিন যুক্ত রাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো কাছে কালো তালিকা ভুক্ত হয়েছিল সেই কালো তালিকা হতে দেশকে উদ্ধার। ২) বি,এন,পির আমলে বন্ধ হওয়া ( ভিসা ট্রান্সফার) সৌদিয়া আরবের লক্ষ লক্ষ অবৈধ বাংলাদেশী বৈধ করণ ও ভিসা ট্রান্সফার চালু করণ। ৩) বি,এন,পির আমলে বন্ধ হওয়া মালশিয়ার শ্রমিক রপ্তানি পুনরায় চালুকরণ। ৪) গত ২০১২ সালে সোমালিয় জলদস্যুদের হাতে অপহৃত হওয়া বাংলাদেশীদের সুদুর আফ্রিকা হতে জীবিত উদ্ধার ও দেশে ফিরে আনা। ৫) সুদুর লিবিয়ার যুদ্ধ ক্ষেত্র হতে হাজার হাজার বাংলাদেশীদের দ্রুত দেশে ফিরে আনা।

৬) মায়েনমার হতে বিশাল সমুদ্র সীমা উদ্ধার। গত ২০০১ হতে ২০০৬ সাল পর্যন্ত বি,এন,পি জামাতের জোট সরকারের আমলের পরাষ্ট্র মন্ত্রীর ( মোর্শেদ খাঁন) এর সাফল্য ও ব্যার্থতা খুজে দেখলাম তার সেই সময়ে উল্লেখ যোগ্য কোন সাফল্য নেই, বরং সেই র্মোশেদ খানের আমলে বাংলাদেশ বিশ্বের কাছে র্দুনীবাজ রাষ্ট্র হিসাবে পর পর ৫ বার টানা বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছিল। কালো তালিকা ভুক্ত হয়েছিল পশ্চিমা বিশ্বের কাছে। ভারতে সাথে মারাত্বক সর্ম্পক অবনতি, কুয়েত, মালশিয়া ও সৌদিয়া আরবে বাংলাদেশী শ্রমিকদের ভিসা বন্ধ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।