আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখিত মেসি , তোমাকে ভাল খেলোয়াড় মানলেও সেরা মানা যায় না ...... তোমার সাথীরা না খেললে তুমি যে কাগুজে বাঘ ! ...... আগে সব টিমে মানিয়ে নিতে শেখো ।

২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>> তার পরে না হয় সবখানে সবকিছু করার আশা করতে পার। যে সেরা সে তো ব্যাক্তিগত ভাবেই সেরা খেলা দেখাতে পারে। তুমার বার্সার সার্কেল তোমারে যেমনে পেচায়া রাখছে তাতে তোমার এমন হওয়ারই কথা। একজন জাভি আর একজন ইনিয়েস্তা যে কত দরকারি তোমার জন্যে।

তা তোমার কোচ বুঝলই না ! কি আর করা, হুলিও গ্রান্ডোনা তো বললই যে মেসি ভাল খেলে তবে আশে পাশের তারা খারাপ খেলে। সেরা খেলোয়াড় বলা হয় এমন কারও কাছে এই অজুহাত কোন ধোপে টিকবেনা। কি আর করা, তোমার শেকড় তো আসলে স্পেনে । তোমার জন্যে কত মানুষ হাহুতাশ করতেছে ..... তাদেরকে এভাবে থাপ্পড় মারলে ??? আজকে তো তারা দোস্তদের সামনে মুখ লুকাবে বা চায়ের আড্ডা আজ জমবেনা। ওফ, চায়ের দোকানগুলোর বেচা-কেনা কমে গেল।

তবে , এর সমাধান না করে তুমি সেরা হতে পারবেনা। কারণ তোমার দেশ আগে, তারপরে সব। ~ দেখা হবে ২০১৪ বিশ্বকাপে ~ আমি আসছি ব্রাজিলের সাও পাওলো আর রিও ডি জেনিরোতে বাংলাদেশের ব্লগ কমুনিটি থেকে ব্লগার ~ ফটো পাগল ~ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।