আমাদের কথা খুঁজে নিন

   

টাকা পয়সা , চাকরি বাকরী হাতের ময়লা। জব এখন হাতের নাগালেই । বিশ্বাস হয় না পড়ুন

সামুতে চাকরী নিয়ে এ যাবৎ কালের সবচেয়ে বড় ও দরকারী পোস্ট । সম্প্রতি একটি বিখ্যাত ওয়েবসাইট জবের/চাকুরীর আদ্যাপান্ত নিয়ে একটা গবেষনা প্রকাশ করেছে । বিশ্ববিদ্যালয়ে কি পড়বেন , কি পড়বেন না , কিসে খাটুনী বেশী টেকা-টুকা কম, কোন সাবজেক্টের কাটতি কেমন এইসব । আমার এই ব্লগ পড়লে আরও জানতে পারবেন , কোন গ্রাজুয়েটরা বেশী বেকার থাকে , কারা টাকার বস্তা বানায় , কোন কোন গ্রাজুয়েটদের চাকুরীদাতারা দু-চোখে দেখতে পারেন না । আসুন , তো এক নিমিষে দেখে ফেলুন, সেই সব টুকিটাকি ।

১। সবচেয়ে কষ্টসাধ্য পড়াশুনার বিষয় : ক) ইন্জিনিয়ারিং সিভিল ইন্জিনিয়ারিং , তারপর কম্পিউটার ইন্জিনিয়ারিং তারপর ইলেকট্রিক্যাল ইন্জিনিয়ারিং । খ) ডাক্তারী / এম.বি.বি.এস । গ) আর্টস এবং মানবিক শাখা ফাইন আর্টস ও স্টুডিও বেইসড কাজ এবং ইংলিশ এই লিস্টে আছে । ঘ ) শিক্ষা বিশেষ করে আরলি চাইল্ডহুড ইডুকেশান সাবজেক্ট টা ।

ঙ) সামাজিক সায়েন্স যেমন - কমিউনিকেশান , সাইকোলজি ও পাবলিক রিলেশান । চ) ব্যবসা শিক্ষা যেমন : ফাইন্যান্স , আ্যাকাউন্টিং , ম্যানেজমেন্ট ইত্যাদি । ২। যেসব ডিগ্রী চাকুরীদাতারা ঘৃনা করেন এবং যেসব বেশি পছন্দ করেন : ক) পছন্দ করেন এমন ডিগ্রী : বি.এস .সি ইন হেলথ কেয়ার আ্যাডমিনিস্ট্রেসন (বেকারত্ব : ২.৯ % ) ঘৃনা করেন : বি.এস.সি ইন আর্কিটেকচার (বেকারত্ব : ১৩.৯ %) খ) পছন্দ করেন এমন ডিগ্রী : ব্যাচেলর ইন কমিউনিকেশন (বেকারত্ব : ৬.৯ %) ঘৃনা করেন : ব্যাচেলর ইন ফাইন আর্টস ( বেকারত্ব : ১২.৯ % ) গ) পছন্দ করেন এমন ডিগ্রী : ব্যাচেলর ইন কম্পিউটার সায়েন্স (বেকারত্ব : ৫.৬ % ) ঘৃনা করেন : ব্যাচেলর ইন ফিলোসফি (বেকারত্ব : ১০.৮ %) ঘ) পছন্দ করেন এমন ডিগ্রী : ব্যাচেলর ইন নার্সিং ((বেকারত্ব : ৪ %) *** ঘৃনা করেন :মানে অপছন্দ করেন । নাথিং সিরিয়াস *** ৩।

সবচেয়ে বেশি বেকারত্বের হার যে বিষয় গুলাতে : High-Unemployment Degree #1: Information Systems Unemployment Rate: 14.7 percent তারপর High-Unemployment Degree #2: Architecture Unemployment Rate: 12.8 percent তারপর High-Unemployment Degree #3: Anthropology Unemployment Rate: 12.6 percent তারপর High-Unemployment Degree #4: Film/Video/Photographic Arts Unemployment Rate: 11.4 percent তারপর High-Unemployment Degree #5: Political Science Unemployment Rate: 11.1 percent ৪। যেসব সাবজেক্ট পড়তে পারেন এইচ. এস.সি এর পর : ১। Computer Science ২। Civil Engineering ৩। Nursing ৪।

Marketing and Marketing Research ৫। Business Management and Administration ৫। যে ছয়টি পেশা আপনার ক্যারিয়ারের শুরুতে আপনাকে ধনী করে দিতে পারে : ১। Information Security Analyst ২। School Principal ৩।

Actuary ৪। Marketing Manager ৫। Training and Development Manager ৬। Administrative Services Manager যাদের কাছে ঋণী : ১। Click This Link ২।

Click This Link ৩। Click This Link ৪। Click This Link কারো ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না । বাংলাদেশের প্রক্ষাপটে কি ভালো কি মন্দ তা আলোচনার মাধ্যমে বেরিয়ে আসবে । সেই আলোচনা শুনার অপেক্ষায় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৬১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.