আমাদের কথা খুঁজে নিন

   

সবই পরিমলরে নিয়ে টানাটানি বুবুজানের বান্ধবীরে নিয়ে কেউ কিছু কয়না ক্যান?

বেশ কয়েকমাস আগে এক ব্লগারের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ উঠেছিল। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে পুলিশের উচ্ছপর্যায়ে যেসব নিয়োগ হয়েছে তাদের বেশীর ভাগই হিন্দু এটি নিয়ে প্রশ্নবোধক টাইপের একটি পোষ্ট হওয়ায় সাম্প্রদায়িকতার অভিযোগ এনেছিল ব্লগের উদারপন্থীরা। যতদূর মনে পড়ছে সেই পোষ্টের কারণে সেই লেখকক মনে হয় জেনারেল পর্যন্ত হয়েছিল । তাই প্রশ্ন তুলতে ইচ্ছা হচ্ছেনা ভিকারুননিসার অধ্যক্ষ (প্রধান শিক্ষক) হোসনে আরা বেগম দায়িত্ব নেয়ার পর যে ছয়জন পুরুষ শিক্ষক দায়িত্ব পেয়েছে পরিমল জয়ধর, বরুণচন্দ্র বর্মণ, বাবুল কর্মকার, প্রণব ঘোষ, বিশ্বজিৎ ও বিষনু চন্দ্র এরা সবাই হিন্দু ক্যান? পরিমল ইসুৎতে সবাই পরিমলকে নিয়ে টানাটানি করছে। কিন্তু পরিমলের প্রশ্রয় দাতা কে?আমি কিছু কমুনা।

একজন ব্লগারের মন্তব্য দেখুন ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: আমার বোন ভিকারুননিসা কলেজে আছে। আমিও স্কুল-কলেজ ওখানে পড়েছি। কখনো এমন শুনিনি। আমার বোন বললো, ওরা আজকে প্রতিবাদ সভা করার এক পর্যায়ে প্রিন্সিপাল হোসনে আরা এসে বলেছেন, "এটা রেইপ না, এটা মিউচুয়াল সেক্স। " শুধু পরিমল নয় আন্দোলন হউক পরিমলের প্রশ্রয় দাতা হোসনে আরার বিরুদ্ধেও ।

ফেসবুকের এই নিয়ে পেজ  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।