আমাদের কথা খুঁজে নিন

   

পাষানী প্রিয়া যেন চলে যায়রে আমার লাশের পাশদিয়া

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে পাষানী প্রিয়া যেন চলে যায়রে আমার লাশের পাশদিয়া কালকে ছিল গায়ে হলুদ আজকে যাবে নিয়া পরের ঘরে যায়রে চলে লাল শাড়ি পড়িয়া বিধি দেখার আগে দাওনা চক্ষু অন্ধ করিয়া। যতন করে রাখছি তারে বুকের সীমানায় সেই পাষানী প্রানটা নিয়া যায়রে চলে যায় আমি মরার পরে অ... থাকবে কষ্ট বুকটা জুড়িয়া। এই বুকটা শূন্যকরে ভরবে অন্য বুক খুব সহজে ভুলে গিয়ে খুজে নেবে সুখ আমার চোখের জলে ভাসবে জমি দেখনা আসিয়া পাষানী প্রিয়া যেন চলে যায়রে আমার লাশের পাশদিয়া ইতি তোমার ভালবাসার ভিখারী মামুন খাঁন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।