আমাদের কথা খুঁজে নিন

   

পাষানী আমাকে ফাসী দাও এই যন্ত্রনা থেকে মুক্তি দাও..

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে পাষানী আমাকে ফাসী দাও এই যন্ত্রনা থেকে মুক্তি দাও.. গলাতে সুর থাকে না থাকে হারমুনিয়াম তো বেজে চলবেই হৃদয়ে সুখ থাকে না থাকে জীবনটা আগুনে শুধু জ্বলবেই, তোমারই কারন সেতো তোমারই কারন করিনা বারন আমি করিনা বারন। পাষানী আমাকে ফাসী দাও এই যন্ত্রনা থেকে মুক্তি দাও.. আমি তো মানুষ আমারও তো ভূল হতে পারে বীনা বিচারে রাখলে কেন কারাগারে আমি পাথর ভাংতে পারি কাড়ি কাড়ি ভাংতে পারিনা শুধু তোমার অ মন প্রেমেরই কারন সেতো প্রেমেরই কারন করিনা বারন আমি করিনা বারন। পাষানী আমাকে মৃত্যু দাও এই যন্ত্রনা থেকে মুক্তি দাও যদি জানতে এই পরিনাম হবে অবশেষে… মরনের কাছে কেন নিয়ে গেলে ভালোবেসে আমি আমায় ভূলতে পারি তাড়াতাড়ি ভূলতে পারিনা শুধু তোমায় কখন প্রেমেরই কারন সেতো প্রেমেরই কারন করিনা বারন আমি করিনা বারন। পাষানী আমাকে কবর দাও এই যন্ত্রনা থেকে মুক্তি দাও। ইতি তোমার ভালবাসার ভিখারী ফেরারী মামুন খাঁন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।