দরদী হইও মাগো দরদী হইও
যেই দরদে মাগো তোমার বাপেরে খায়,
সেই দরদে ঘাতকেরা উল্লাসে লাফায়।
সেই দরদ চাইনা মাগো চাইনাতো আর,
সময় এখন কর তুমি ঘাতকের বিচার।
তোমার ডানে ঘাতক বায়ে ঘাতক ,ঘাতক চারিদিক,
ভয়ের কিছু নাইকো মাগো তোমার আছে লাখো সৈনিক।
একাত্তরে লাখো সেনা দিছে মাগো প্রাণ,
বাইচা আছে তাদের মাগো কোটি সন্তান।
প্রয়োজনে চাইগো মাগো আবার একাত্তর,
তোমার ডাকে তৈরী আছে কোটি সুপুত্তর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।