অামি খুব ভালো গল্প করতে পারি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ন এবং বড় কুরআন শরিফের মধ্য অন্যতম প্রায় ৫০০ বছরের পুরানো একটি কুরআন যুক্তরাষ্টের ম্যানচেষ্টার জন রাইল্যান্ড গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে। এ বিশাল কুরআন শরিফ পাঠের জন্য এদিক সেদিক নেয়া অসম্ভব। কিন্তু জেমস রবিনসন নামের ফটোগ্রাফার ঐ কুরআন শরিফের হাজার পাতার প্রতিটি পাতা ডিজিটাইজড করায় আর কিছুদিনের মধ্যই তা ইন্টারনেটে পাওয়া যাবে। এ কুরআন শরিফের আকার বড় এক ফ্ল্যাট স্কিন টিভির সমান। এর কোনাকুনি প্রায় এক মিটার দীর্ঘ। ওজন বায়ান্ন কিলোগ্রাম। এটি বিশ্বের সবচেয়ে সুশোভন কুরআন শরিফগুলোর মধ্য একটি। কুরআন শরিফটিতে মিসরের শেষ মামলুক সুলতান কানসু আল ঘুরি র মোহর অঙ্কিত রয়েছে। এ সুলতানের রাজত্বকাল ছিল ১৫১৬ সাল পর্যন্ত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।