আমাদের কথা খুঁজে নিন

   

দিনমজুরের মুক্তি আর সাথে সূক্ষভাবে ছড়িয়ে দেয়া ব্লগীয় পলিটিক্সের নমুনা !!!!

Why does life keep teaching me lessons, i have no desire to learn. দেশের প্রয়োজনে আজ মাঠে নেমেছিল তরুন তূর্কীরা, সফল ও বলা চলে তাদের। দমিয়ে রাখতে পারেনি পেটোয়া বাহিনী , ধরেও রাখতে পারেনি। আজকের আন্দোলনে গ্রেফতার সবাইকে ছেড়ে দেয়া হয়েছে। ব্লগারদের এই সাহসী উদ্যেগ প্রশংসার দাবী রাখে.......কিন্তু মুক্তি আন্দোলনে সামনে থাকা রুদ্রপ্রতাপ তার পোস্টে এটা কি লিখলেন । আমার জানামতে পুলিশ সব গ্রেফতার কৃতদেরকেই ছেড়ে দিয়েছে, এদের কারো বিপক্ষে তেমন শক্ত কোন মামলা দেয়া সম্ভব ছিলনা, দেশদ্রোহী মামলাতো আর চাইলেই দেয়া যায়না।

আন্দোলনকে দমানোর জন্যই ছিল ঐ গ্রেফতার অভিযান। যাই হউক ব্লগাররা সাহসী হয়ে এই মুক্তির জন্য মাঠে নেমেছেন, ফলাফল ও তারা পেয়েছেন। এবার দেখুন রুদ্রপ্রতাপ এর পোস্টের ৯ নং কমেন্ট.......(Click This Link) সিস্টেম বলেছেন: সাবাশ বেটা। কেমনে কি হইলো একটু বলো। আর আন্দোলনের পরবর্তি কার্যক্রম কি হবে।

আমি কোন কিছু গোছালো দেখছিনা। সবাই মনে হচ্ছে কেমন যেন অগোছালো। লেখক বলেছেন: দুইদিক দিয়া চাপ প্রয়োগ করানো হয়েছে। ব্লগার সবাক ও ব্লগার শ্রীমান তাঁদের লিংকগুলি কাজে লাগিয়েছেন, বার বার চেষ্টা চালিয়েছেন। শেষ পর্যন্ত এই সাফল্য।

হাসতে হাসতে পইরা যাইতেছি- সবাক সাহেব দেশের প্রশাষন যন্ত্রে তোলপাড় করে সবাই কে মুক্ত করে এনেছেন। হাইরে বাঙ্গাল পলিটিক্স করার সদূর প্রসারী সুযোগ সবসময় রাইখা দেয়......হা হা , মাহান সবাক বানানোর কি অপচেস্টা...........। যাই হউক এইটা কোন ব্যাপারনা, ব্লগীয় পলিটিক্সে আগাইয়া থাকার জন্য এমন কৌশল নেয়াই যায়। জান দিব, তেল গ্যাস দিবনা- এইটায় এখন মূল কথা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.