আমাদের কথা খুঁজে নিন

   

দিনমজুরের ছেলেটা



মস্ত উচঁু বিল্ডিংটার পাশ দিয়ে একে
একে গাড়ি ঢুকছে, সেদিকে চেয়ে থমকে
দঁাড়িয়ে দিনমজুরের ছেলেটা...
হাই-সোসাইটির দুধশুভ্র প্রাঙ্গণে
নট-অ্যালাউড হোল সে সেখানে
ঢোকার বাসনা নিয়ে...!
আলাদিনের আশ্চর্য প্রদীপ যেখান
থেকে জীন বেরিয়ে এসে পারে না
ঐ দিনমজুরের ছেলেটাকে হাই
সোসাইটির যোগ্য করে তুলতে?

বেগুনী-লাল-নীল-সাদা কঁাচবন্ধ
গাড়িগুলির ভেতরে কারা?... তার
মনে জাগে দ্বন্দ্ব, স্বপ্নের কঁাচভাঙ্গা
বাসর ঘরে রক্তিম আভা নিয়ে দেখতে
পায় না তাদের ঐ দিনমজুরের ছেলেটা...

স্যুট-প্যান্ট-টাই-বুট পরে
সেও পারে জীবনকে জয় করতে
তাদের যোগ্য জবাব দিতে
ঐ দিনমজুরের ছেলেটা...কিন্তু
হায় রে ভাগ্য স্বপ্ন আর বাস্তব
এক নয়, তবু মনে বাসনা নিয়ে
চেষ্টা করে চলে ঐ দিনমজুরের ছেলেটা...!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.