আগামী ৬ ও ৭ জুলাই দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে দেশের প্রধান বিরোধী দল বিএনপিসহ সমমনা রাজনৈতিকদলগুলো। আজ রোববার দুপুর ১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করতে পারে। অন্যান্য দলগুলোরও স্ব স্ব কার্যালয় থেকে যুগপৎ অভিন্ন কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে চারদলীয় জোট ও সমমনা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ বৈঠকে এ আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করা হয়। বেগম জিয়ার সাথে পৃথক দুটি বৈঠকে উপস্থিত একাধিক নেতারা এসব কর্মসূচির কথা শীর্ষ নিউজ ডটকমকে জানিয়েছেন।
২০০৮ সালের নির্বাচনের পর শনিবার রাত পৌনে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে চারদলের প্রথম বৈঠক বসে।
বৈঠক শেষে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম বলেন, পঞ্চদশ সংশোধনীসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। জাতি সংবিধান সংশোধন গ্রহণ করেনি বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা উঠিয়ে দেয়ায় মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। মুসলিম বিশ্বের সঙ্গে দেশের সম্পর্ক নষ্ট করেছে সরকার।
তিনি বলেন, বিগত ৩টি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এ ব্যবস্থার প্রতি ব্যাপক জনসমর্থন রয়েছে উল্লেখ তিনি বলেন, আমরা যুগপৎভাবে অভিন্ন কঠোর কর্মসূচি ঘোষণা করবো। স্ব স্ব দলের পক্ষ থেকে আজ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। কি ধরনের কর্মসূচি দেয়া এমন প্রশ্নের জবাবে আজাহার বলেন, হরতাল, বিক্ষোভ, অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল শনিবার রাতে সাংবাদিকদের বলেন, আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন সমমনা দলগুলোর মতামত গ্রহণ করেছেন। আজ দুপুরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান তিনি।
শফিউল আলম প্রধান বলেন, রোডমার্চ, অবরোধসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি জানান, একাধারে কঠোর কর্মসূিচ দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
চারদলের শীর্ষস্থানীয় সূত্র জানিয়েছে, ৬ ও ৭ জুলাই (বুধ ও বৃহস্পতিবার) দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করা হবে আজ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বিরোধী দলগুলোর এ গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, মহানগর আমির মাওলানা রফিকুল ইসলাম খান, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের অংশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. ইসহাক, মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোট (আমিনী) মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ উপস্থিত ছিলেন।
চারদলীয় বৈঠক শেষে সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি প্রমুখ উপস্থিত ছিলেন।
সোর্স- শীর্ষনিউজ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।