আপনাকে এই জানা আমার ফুরাবে না পৃথিবীর রোজনামচা, ভোরের সূর্য , সন্ধ্যার আধফোটা তারা, সারাদিন কেটে যায় ব্যস্ততায়, নিশ্বাস প্রশ্বাস জটিলতায়, তবুও কি আছে প্রেম ? আছে ভালোবাসা ? পুড়ে যায় রোজ রোজ একরাশ আশা, রোজ দিন কেটে যায় ভাগ্যের তাড়নায়, কিছু করা হয়, কিছু করা হয় না। এইভাবে বেঁচে থাকা, একা একা চাঁদ দেখা, এইভাবে রাত হয় ভোর, এইভাবে সোজা চলা বাঁকা বাঁকা পথে, এইভাবে কেটে যায় জীবনের মোড়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।