আমাদের কথা খুঁজে নিন

   

ইত্যাদির এই গানটা কেউ খুজে দেন.......(সাহায্য মূলক পোষ্ট)

ভালো মন্দ মিলে আমি একজন সাধারন মানুষ। অনেক দিন আগে (১০ বছর হবে) ইত্যাদিতে গানটা শুনেছিলাম। এরপর অনেক দিন শুনিনি। আজ আবার রেড়িওতে শুনলাম। ইউটিউবে একটা লিংক ও পেয়েছি।

কিন্তু ভালো মানের না। কারো কাছে যদি গানটা থাকে তবে দয়া করে নিচের মেইলে একটু পাঠিয়ে দেবেন? ইউটিউব লিঙ্কঃ http://www.youtube.com/watch?v=gIV5z_CcKYc গানের লিরিকঃ এই দেশে এই শহর ছিলো, শহরে এক রাস্তা ছিলো, রাস্তার ধারে এক বাড়ি ছিলো, বাড়ির নাম, এলোমেলো। দোতলায় এক জানালা ছিলো, জানলাতে এক মেয়ে ছিলো, সেই মেয়েটি, অপরূপা ছিলো। এই দেশে এই শহর ছিলো, শহরে এক রাস্তা ছিলো, রাস্তার ধারে এক বাড়ি ছিলো, বাড়ির নাম, এলোমেলো। দোতলায় এক জানালা ছিলো, জানলাতে এক মেয়ে ছিলো, সেই মেয়েটি, অপরূপা ছিলো।

সেই নাম না জানা মেয়ের চোখে, কষ্ট ছিলো, হাসিও ছিলো। কি যেন তাঁর বলার ছিলো, দূর থেকে মনে হয়েছিলো, ঠোট দু’টো তাঁর...কেপেছিলো। ভাবনা আমার হয়েছিলো... এলোমেলো, এলোমেলো, মন আমার কেড়ে নিয়েছিলো। এক বিকেলে সেই মেয়েটি, ইশারাতে বুঝিয়ে দিলো, এক বিকেলে সেই মেয়েটি, ইশারাতে ....বুঝিয়ে দিলো, ভাগ্যই তাঁর জন্মঘরে মুখের ভাষা কেড়ে নিলো, বুঝিয়ে সে চলে গেলো.... ভোরে দেখি শুন্য বাড়ি, এলোমেলো, এলোমেলো। স্মৃতি গুলো তাঁর কাদিয়ে গেলো।

এই দেশে এই শহর ছিলো, শহরে এক রাস্তা ছিলো, রাস্তার ধারে এক বাড়ি ছিলো, বাড়ির নাম, এলোমেলো। দোতলায় এক জানালা ছিলো, জানলাতে এক মেয়ে ছিলো, স্মৃতি গুলো তাঁর কাদিয়ে গেলো। ধন্যবাদ। জি.এম. আকতার হোসেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.