চলছে উইম্বলডনের ১২৫তম আসর (২০ জুন - ৩ জুলাই, ২০১১)। ইংল্যান্ডের উইম্বলডন শহরে ১৮৭৭ সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট পৃথিবীর প্রথম লন টেনিস প্রতিযোগীতা এবং বর্তমানের চারটি গ্রান্ড স্লামের মধ্যে সবচেয়ে সম্মানের। গ্রান্ড স্লাম চারটি হচ্ছে -
১. অস্ট্রেলিয়ান ওপেন
প্রথম আসর : ১৯০৫ সালে
কখন : জানুয়ারী মাসে
মাঠের ধরন : হার্ড কোর্ট (কৃত্রিম টার্ফ)
২. ফ্রেঞ্চ ওপেন
প্রথম আসর : ১৮৯১ সালে
কখন : মে - জুন মাসে
মাঠের ধরন : ক্লে কোর্ট (মাটি)
৩. উইম্বলডন
প্রথম আসর : ১৮৭৭ সালে
কখন : জুন - জুলাই মাসে
মাঠের ধরন : গ্রাস কোর্ট (ঘাস)
৪. ইউএস ওপেন
প্রথম আসর : ১৮৮১ সালে
কখন : আগস্ট - সেপ্টেম্বর
মাঠের ধরন : হার্ড কোর্ট (কৃত্রিম টার্ফ)
ছবি: উইম্বলডনের লোগো
ওপেন নামকরনের পেছনে কারণ হলো ১৯৬৮ সালের আগ পর্যন্ত টুর্নামেন্টগুলো অ্যামেচার খেলোয়াড়দেরকে নিয়ে হতো। ১৯৬৮ সাল থেকে প্রতিযোগীতা অ্যামেচার-প্রফেশনাল সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এজন্য টুর্নামেন্টগুলোর কিছু রেকর্ড ধরা হয় ১৯৬৮ সাল থেকে।
The All England Lawn Tennis and Croquet Club ১৮৬৮ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এর প্রথম মাঠ ছিল উইম্বলডনের Worple রোডে। ১৮৭৭ সালের প্রথম প্রতিযোগীতায় শুধু পুরুষ একক খেলা হয় তাতে জয়লাভ করেন স্পেনসার গোর (Spencer Gore) । ১৮৮৪ সালে ক্লাব কর্তৃপক্ষ প্রতিযোগীতায় মহিলা একক এবং পুরুষ দ্বৈত যোগ করেন। ১৯১৩ সালে যোগ হয় মহিলা দ্বৈত এবং মিশ্র দ্বৈত।
উইম্বলডনের মাঠ
সেন্টার কোর্ট
ফ্রেড প্যারি
মজার ব্যাপার হচ্ছে ফ্রেড প্যারি (১৯৩৬)-এর পর এখন পর্যন্ত কোন বৃটিশ পুরুষ এককের শিরোপা জেতেন নি।
ছেলেদের একক শিরোপা
মেয়েদের একক শিরোপা
১৯৬৮ সালের আগ পর্যন্ত উইলিয়াম রেনশ (১৮৮১,১৮৮২, ১৮৮৩, ১৮৮৪, ১৮৮৫, ১৮৮৬, ১৮৮৯) জেতেন ৭টি একক শিরোপা এবং ১৯৬৭ সালের পর পিট স্যাম্প্রাস (১৯৯৩, ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৭, ১৯৯৮, ১৯৯৯, ২০০০) জেতেন সর্বোচ্চ ৭টি একক উইম্বলডন। মহিলা এককে মার্টিনা নাভ্রাতিলোভা (১৯৭৮, ১৯৭৯, ১৯৮২, ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫, ১৯৮৬, ১৯৮৭, ১৯৯০) সর্বোচ্চ ৯ বার উইম্বলডন জেতেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।