বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর রাফায়েল নাদাল উইম্বলডন টেনিসের শিরোপা জিতলেন। টানা পাঁচ বছর শিরোপা জেতার পর এই প্রথম রজার ফেদেরার উইম্বলডনের শিরোপা বঞ্চিত হলেন। অপরদিকে রাফায়েল নাদালের এটি প্রথম উইম্বলডন শিরোপা। ফ্রেঞ্চ ওপনের টানা চতুর্থ শিরোপা জেতার পর তিনি এবারের উইম্বলডন খেলতে নেমেছিলেন।
ফাইনালের প্রথম দুই সেট নাদাল সহজে জিতলেও ফেদেরার দারুনভাবে ফিরে এসে পরবর্তী দুটি সেট টাইব্রেকারে জিতে নেন। চূড়ান্ত সেটে চরম প্রতিদ্বন্দিতার পর নাদালের বহু কাঙ্খিত শিরোপা তার সামনে আবির্ভূত হয়। চূড়ান্ত স্কোর : ৬-৪, ৬-৪, ৬-৭(৫-৭), ৬-৭ (৮-১০), ৯-৭।
গতকাল পুরো খেলাটি দেখতে পারিনি, শেষের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। নাদাল আমার প্রিয় খেলোয়াড়, তাই সকালে উঠে খবরটি পেয়ে এই পোষ্ট টি দিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।