আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাশেজ শেষ প্যাটিনসনের

প্রথম দুই টেস্টের দুটিতেই হার। অস্ট্রেলিয়া দলের অবস্থা এককথায় নড়বড়ে। মরার ওপর খাড়ার ঘা হয়ে এলো জেমস প্যাটিনসনের চোট। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, অ্যাশেজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না এই ফাস্ট বোলার।
অস্ট্রেলিয়া দলের চিকিত্সক পিটার ব্রুকনার গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, দ্বিতীয় টেস্টের শেষ দিনে কোমরে ব্যথা অনুভব করেন প্যাটিনসন।

লন্ডনে তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা আমরা করিয়েছি। দুর্ভাগ্যজনকভাবে তাঁর কোমরের হাড়ে চিড় দেখা গেছে। এ অবস্থায় অ্যাশেজের অবশিষ্ট ম্যাচগুলোর কোনোটাতেই খেলতে পারবেন না তিনি।
প্রথম দুই টেস্টে হেরে যাওয়ায় এখন সিরিজ হারের শঙ্কায় অস্ট্রেলিয়া। এর ওপর সিরিজ থেকে ছিটকে পড়লেন প্যাটিনসন।

এটাকে ‘হতাশাজনক’ বলে স্বীকার করলেও অস্ট্রেলিয়ার পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ডের বিশ্বাস, তাঁর অনুপস্থিতি দলে খুব বেশি প্রভাব ফেলবে না। বার্তা সংস্থা রয়টার্সকে হাওয়ার্ড বলেন, ‘জেমস প্রতিযোগিতা থেকে বাদ পড়ায় আমরা অবশ্যই হতাশ। তবে নির্বাচকদের হাতে এখনো পাঁচজন ফিট ফাস্ট বোলার রয়েছে। তাঁরাও অপেক্ষায় আছেন ইংল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করার। এর বাইরে অস্ট্রেলিয়া ‘এ’ দলে হয়ে কয়েকজন বোলার দারুণ পারফরম্যান্স করেছেন।

জাতীয় নির্বাচক প্যানেল চাইলে তাঁদেরকেও ডাকার সুযোগ রয়েছে। ’ ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।