অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... টুনটুনিটা নাচছে দেখো গাইছে সুরে সুরে টুনির টোনা নাচে সাথে টুইট টুইন করে, টোনা টুনির ছোট্ট বাসা পাতায় পাতায় জোড়া দু'জন মিলে তৈরী করা জটিল করে বোনা। টোনা টুনির ছোট্ট বাসায় পাড়বে টুনি ডিম সেই সুখেতে নাচছে টোনা আসছে খুশির দিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।