আমাদের কথা খুঁজে নিন

   

টোনা টুনির গল্প এবং ইউনি পে টু ইউ

দিন ফুরোনোর সস্তা গানে- ভ্রান্ত প্রাণে- মিথ্যে আশার ফুলঝুরি...
সোনালী টোনা ধরা খাইবার পুর্বেঃ টুনিরে আনিয়া ডাকি, কহিছে টোনা তোমার নামে কিনিয়াছি বধু, ইউনিপেয়ের সোনা। আনিয়া দিব তোমায় ওগো মাসে মাসে তার কিস্তি শুনিয়া টুনি উঠিল ক্ষেপিয়া, করিয়া উঠিল খিস্তি। তোমার এইসব ভড়ং আমি হাড়ে হাড়ে খুব চিনি গেলবার ধরে দিয়াছিল মেরে সাধের ডেস্টিনি। মাঝখান দিয়া বলিছিল তারা, দেখাইবে ওয়ে-নিউ এইবার ুয়া মারিবে তোমার ইউনিপে টু ইউ। টোনায় কহিল, বাজে কথাগুলি, বলিস না আর টুনি, মানি লুক এরা, অতীব মহান, সকলেই জ্ঞানী-গুণী। ল্যাপটপ দিয়া দেখাইল মোরে, সোনার কারবারী এমন সুযোগ কেমন করিয়া, বল আমি তবে ছাড়ি? টুনিতে কহিল, এই দেখিয়াই মারিতেছ কেন ফাল? ডিজিটাল রুপে আসিয়া এরা,ছিঁড়িয়া লইবে বাল। শুনিলনা টোনা, রহিল পড়িয়া, লইয়া ইউনি পে, করিবে না কেন? এমন চমক, দেখায়েছে কবে কে? ধরা খাইবার পরেঃ কিছুদিন পরে, টাকা-কড়ি লয়ে, ইউনি হইল হাওয়া, ল্যাপটপ হাতে, কাউকে দেখিলে, টোনায় করিত ধাওয়া। বছর ঘুরিল, মেয়াদ পুরিল; সোনা কারবারী বন্ধ কাঁদিতে কাঁদিতে এইবেলা টোনা, হইয়া গিয়াছে অন্ধ। ঘটি বাটি সব বেচিয়া আসিছে, ভাঙ্গিয়া গিয়াছে বিয়া সোনা ওয়ালারা খুলিয়া নিয়াছে, পরনের জাঙ্গিয়া। দেখুন, পড়ুন, জানুন বিনুদনের ও দরকার আছে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।